Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সম্পাদক সমীপেষু

সমস্যা ও ধন্যবাদ

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৫ ০০:০০
Share: Save:

সমস্যা ও ধন্যবাদ

১৪ ফেব্রুয়ারি কলকাতার একটি নার্সারি স্কুল থেকে পঞ্চাশ জন শিশুকে আলিপুর চিড়িয়াখানায় আমরা শিক্ষিকারা নিয়ে গিয়েছিলাম। পরিবেশ যথেষ্ট পরিচ্ছন্ন হওয়ায় এবং পশুপাখিরা যথেষ্ট দৃশ্যমান থাকায় বেশ ভাল লাগল। একটি ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। এক্সিট গেটের সোজাসুজি জেব্রা ক্রসিং থাকায় দর্শনার্থীরা প্রথমটা এই গেটে আসেন, তার পর বাঁ দিকে এন্ট্রি গেটে যান। ডান দিকে রেলিং ঘিরে ট্যাক্সির জন্য নির্দিষ্ট জায়গা। দুটি গেটের মাঝের অংশ হকার-পূর্ণ। ট্রাফিকের নিয়মকানুন স্বাভাবিক কারণেই যথেষ্ট কড়া। কাজেই বড় গ্রুপের জন্য বাসগুলিকে এক্সিট গেটের সামনে দাঁড়াতে (শিশুদের বাসে তোলার জন্য) দেওয়ার নিয়ম নেই। বাস এন্ট্রি গেটের দিকে এগিয়ে দাঁড়ালে শিশুদের বড় দলকে ভিড় ও হকারের মধ্য দিয়ে নিয়ে গিয়ে বাসে ওঠানো দুরূহ ব্যাপার।

অজস্র ধন্যবাদ চিড়িয়াখানার নিরাপত্তা রক্ষীদের, যাঁরা আমাদের অনুরোধে অত্যন্ত দক্ষতা ও যত্নের সঙ্গে হকার ও দর্শনার্থী সঙ্কুল পথটি পার করে শিশুদের নিরাপদে বাসে উঠিয়ে দিলেন।

সোমা ঘটক। সল্ট লেক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

letters
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE