Advertisement
E-Paper

কৃত্রিম মেধায় স্নাতকোত্তর! নতুন পাঠ্যক্রমের ঘোষণা করল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ

১৬ জানুয়ারি আয়োজিত হতে চলেছে কলেজের আয়োজিত ১৯তম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই প্রথমবার এক ম্যারাথন আয়োজন করতে চলেছে সেন্ট জেভিয়ার্স কলেজ। জানানো হয়েছে, আগামী এক বছরে ৫০ হাজার বৃক্ষরোপণও করা হবে কলেজের উদ্যোগে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৪০
নিজস্ব চিত্র।

নিজস্ব চিত্র।

স্নাতকোত্তর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম মেধা। বুধবার এ কথা ঘোষণা করল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। জানানো হয়েছে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকেই মাস্টার্স ইন এআই করতে পারবেন আগ্রহী পড়ুয়ারা। যদিও তার আগেই বিজ্ঞান স্নাতকের চতুর্থ বর্ষে কৃত্রিম মেধা অন্তর্ভুক্ত করা হচ্ছে।

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সেন্ট জেভিয়ার্স কলেজের ১৯ তম সমাবর্তন অনুষ্ঠান। তার আগেই প্রতিষ্ঠান ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন অধ্যক্ষ ডমনিক স্যাভিও। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, “পড়ুয়ারা স্নাতকস্তরে ডেটা সায়েন্স ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে নিজেদের ভিত মজবুত করে নিতে পারবেন। তার পরে স্নাতকোত্তর পড়বেন কৃত্রিম মেধা নিয়ে।”

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এমএসসি ইন এআই চালুর পাশাপাশি জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে পড়ুয়াদের জন্য ‘মাল্টিপল এক্সিট এন্ট্রির’ সুবিধা শুরু হতে চলেছে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই। তবে এই সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ বর্ষে, জানিয়েছেন কর্তৃপক্ষ। কলেজ সূত্রের খবর, বাণিজ্য বিভাগের প্রায় ৫০ শতাংশের বেশি পড়ুয়া জাতীয় শিক্ষানীতির ‘মাল্টিপল এক্সিট এন্ট্রির’ সুবিধা গ্রহণ করতে চলেছে।

সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতকোত্তর স্তরে পড়ানো হয় এমএসসি ইন ডেটা সায়েন্স ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। আগামী শিক্ষাবর্ষ থেকে সেখানে যুক্ত করা হতে চলেছে কৃত্রিম মেধা বিষয়টি। সর্বশেষ সেমিস্টারে পড়ুয়ারা এ বিষয়ে পড়াশোনা করবেন। সেখানে কৃত্রিম মেধার ব্যবহারিক দিক, প্রয়োগ এবং ক্রমন্নতির বিষয়ে পাঠ দেওয়া হবে। ২০২৭ থেকে কৃত্রিম মেধা নিয়ে বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা সম্ভব হবে।

সম্প্রতি কলেজের তরফে ডেটা ম্যানেজমেন্ট অ্যানালেটিক অ্যান্ড ইনোভেশন বিষয়ে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। যোগ দিয়েছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্তা এবং তথ্য বিশ্লেষণ বিশেষজ্ঞেরা। তিন দিনের এই সম্মেলনে পড়ুয়ার কৃত্রিম মেধা সম্পর্কে নানা তথ্য জানতে পারবেন বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ।

১৬ জানুয়ারি আয়োজিত হতে চলেছে কলেজের আয়োজিত ১৯তম সমাবর্তন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, কলকাতার প্রাক্তন অধিকর্তা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। স্নাতকের ১৯৭২, স্নাতকোত্তরের ৩৬৭, বিএড-এ ১০৬ ও পিএইচডি স্কলার ২০ জনকে সম্মানিত করা হবে সে দিন। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই প্রথমবার এক ম্যারাথন আয়োজন করতে চলেছে সেন্ট জেভিয়ার্স কলেজ। নাম দেওয়া হয়েছে ‘জ্যাবাথন’ ২০২৬। আগামী ১১ জানুয়ারি সকালে কলকাতা পুলিশ কমিশনার মনোজকুমার ভর্মা এই ম্যারাথনের সূচনা করবেন না। ওই দিনই বৃক্ষরোপণের এক বিশেষ কর্মসূচিও শুরু করতে চলেছে সেন্ট জেভিয়ার্স। জানানো হয়েছে, আগামী এক বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হবে কলেজের উদ্যোগে।

St Xavier’s College AI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy