পিএইচডি ডিগ্রি বা এমফিল অর্জনের জন্য থিসিস এবং রিসার্চ ডেভেলপমেন্টের মতো বিষয় শেখানোর জন্য বিশেষ কোর্স ওয়ার্ক প্রোগ্রাম করানো হয়। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই কোর্স করার সুযোগ রয়েছে। সম্প্রতি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফে মোট ১৩টি বিষয়ে ওই কোর্স ওয়ার্ক প্রোগ্রাম করানো হবে। এ ক্ষেত্রে চাকরিজীবীরাও আবেদনের সুযোগ পাবেন।
পিএইচডি ডিগ্রি বা এমফিলের জন্য কোর্স ওয়ার্ক প্রোগ্রাম আবশ্যক। এ জন্য আলাদা করে ১০ ক্রেডিট বা ২০০ নম্বর বরাদ্দ থাকে। ছ’মাস অর্থাৎ একটি সেমেস্টারের মধ্যে সম্পূর্ণ হওয়া কোর্স ওয়ার্কটির মাধ্যমে রিসার্চ মেথডোলজি, ফিল্ড ওয়ার্ক এবং ট্রেনিং-এর মতো বিষয়গুলি শেখার সুযোগ থাকে।
আরও পড়ুন:
কোচবিহারের বিশ্ববিদ্যালয়ের তরফে বাংলা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, বাণিজ্য, অর্থনীতি, এডুকেশন, ইংরেজি, ভূগোল, ইতিহাস, গণিত, পদার্থবিদ্যা, দর্শন এবং প্রাণিবিদ্যায় ওই কোর্স ওয়ার্ক প্রোগ্রাম করানো হবে। আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।
কোর্স ওয়ার্ক প্রোগ্রামে সেই সমস্ত প্রার্থীরাই ভর্তি হতে পারবেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ এন্ট্রানস্ টেস্টে (আরইটি) এবং ইন্টারভিউয়ে পাশ করবেন। এ জন্য আগ্রহীদের অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩১ অগস্ট। আবেদনমূল্য ১,৩০০ টাকা, যা ১ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। কবে আরইটি হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে, তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (cbpbu.ac.in) থেকেই জানা যাবে।