অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর তরফে আয়োজিত সর্বভারতীয় পরীক্ষার ফল প্রকাশিত। চলতি বছরের প্যারামেডিক্যালের বিএসসি কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষার ফল ঘোষণা করল এমস। শুক্রবার প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
এ বছর ১৩ জুলাই এমস প্যারামেডিক্যালে বিএসসি কোর্সে ভর্তির জন্য জাতীয় স্তরে পরীক্ষার আয়োজন করা হয়। মাত্র পাঁচদিনের মাথায় ফল ঘোষণা করা হল এমসের তরফে। এ বছর পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ১৫ হাজারের বেশি পড়ুয়া। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮,২৭৩ জন। পরীক্ষায় উত্তীর্ণরা এমস-এর ২৬টি ক্যাম্পাসে ভর্তির সুযোগ পাবেন। পড়তে পারবেন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি, মেডিক্যাল রেডিয়োলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি-সহ নানা বিষয়।
আরও পড়ুন:
প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয় অনলাইনে। নির্ধারিত সময় ছিল দেড় ঘণ্টা। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং ইংরেজি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয় প্রবেশিকায়।
পরীক্ষায় উত্তীর্ণরা এ বার এমস আয়োজিত প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগদান করতে পারবেন। অনলাইনেই হবে সমগ্র প্রক্রিয়া।
পরীক্ষার ফল কী ভাবে দেখবেন?
১) পরীক্ষার্থীদের এর জন্য aiimsexams.ac.in -এ যেতে হবে।
২) সেখানে রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এর পর নিজেদের সমস্ত তথ্য দিয়ে লগ-ইন করলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।
৪) পরীক্ষার্থীরা চাইলে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিজেদের কাছে রাখতে পারেন।