অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস), কল্যাণীতে গবেষণামূলক কাজের সুযোগ। বৃহস্পতিবার এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পের জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা। এ জন্য অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের ইয়ং ফ্যাকাল্টি পিএইচডি প্রোগ্রামে বিভাগে স্পনডিলাইটিস নিয়ে গবেষণার কাজ হবে। এ জন্য কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ (ডিএইচআর)।
প্রকল্পে নিয়োগ হবে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর। যা পরবর্তীকালে শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট-৩ পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির সাম্মানিক হবে ২৮,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকের পর তিন বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর রয়েছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ৯ নভেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
গণজ্ঞাপনে পিজি ডিপ্লোমা করবেন! যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া, আবেদন কী ভাবে?
-
ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে শূন্যপদ বাড়াল আইবিপিএস, পশ্চিমবঙ্গেও বাড়ল সুযোগ
-
দশম ও দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করল সিবিএসই, কত দিন চলবে পরীক্ষা?
-
৮৪ জন কর্মীর খোঁজ করছে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি, কোন কোন পদে আবেদন করা যাবে?