জাতীয় স্তরে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করবে ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)। নিয়োগ হবে ‘ডিরেক্ট রিক্রুটমেন্ট’-এর মাধ্যমে। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে কর্মীদের কাজের সুযোগ মিলবে। প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
সংস্থায় নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস), লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সিলেকশন অফিসার, অ্যাকাউন্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে। ৮৪টি শূন্যপদ রয়েছে।
পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বা সর্বাধিক ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা। পদের ভিত্তিতে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮ বা ৩০ বছর।
আরও পড়ুন:
-
গণজ্ঞাপনে পিজি ডিপ্লোমা করবেন! যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া, আবেদন কী ভাবে?
-
ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে শূন্যপদ বাড়াল আইবিপিএস, পশ্চিমবঙ্গেও বাড়ল সুযোগ
-
দশম ও দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করল সিবিএসই, কত দিন চলবে পরীক্ষা?
-
কল্যাণীর এমস-এ অধ্যাপনার সুযোগ, কোন কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে?
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারীদের লাইব্রেরি সায়েন্স-এ স্নাতক হতে হবে। এ ছাড়াও বাকি পদের জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত না হলে আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ১৫ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর কম্পিউটার নির্ভর পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরে।
আরও পড়ুন:
-
আইনজীবী হিসাবে যোগ্যতালাভের পরীক্ষায় আবেদন মেয়াদ বৃদ্ধি করল বার কাউন্সিল, কবে শেষ দিন?
-
নিট পিজি অল ইন্ডিয়া কোটার আসন বিন্যাস কেমন? রাজ্যের কোন কলেজে কত আসন রয়েছে?
-
নাবার্ড অধীনস্থ সংস্থায় কর্মীর খোঁজ, পোস্টিং দার্জিলিং ও বর্ধমানে
-
শিবপুরের আইআইইএসটি-র এক সেন্টারে গবেষক প্রয়োজন, কোন যোগ্যতায় আবেদন করা যাবে?