কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর বিভিন্ন বিভাগে শিক্ষকতার সুযোগ। মঙ্গলবার এই মর্মে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় পড়ানোর জন্য মোট চারটি পদমর্যাদায় শিক্ষক নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদনপত্র জমা দিতে হবে।
প্রতিষ্ঠানের তরফে প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ৮৮। যাঁরা প্রতিষ্ঠানের ৩৫টি বিভাগে অধ্যাপনা করতে পারবেন। পড়াতে হবে ইউরোলজি, ট্রমা অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন, ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, অ্যানাস্থেশিয়া, কার্ডিয়োলজি, ডেন্টিস্ট্রি, ডার্মাটোলজি-র মতো বিভাগে।
আরও পড়ুন:
প্রফেসর বা অ্যাডিশনাল প্রফেসর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫৮ বছরের মধ্যে হতে হবে। অন্য দিকে, অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
প্রফেসর পদে নিযুক্তদের বেতনক্রম মাসে ১,৬৮,৯০০ থেকে ২,২০, ৪০০ টাকা। অ্যাডিশনাল প্রফেসর পদের জন্য নির্ধারিত বেতনক্রম মাসে ১,৪৮,২০০ থেকে ২,১১,৪০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম ১,৩৮,৩০০ থেকে ২,০৯,২০০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের মাসিক বেতনক্রম ১,০১,৫০০ থেকে ১,৬৭,৪০০ টাকা।
প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জানানো হয়েছে, সমস্ত পদে প্রথমে ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ হবে। তবে তার পরেও শূন্যপদ থেকে গেলে তা ‘ডেপুটেশন’-এর মাধ্যমে পূরণ করা হবে।
আগ্রহীরা বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ অন্য নথি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাঠিয়ে আবেদন করতে পারবেন। তার পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও সমস্ত নথি পাঠাতে হবে ডাকযোগে। সংরক্ষিতদের জন্য ২৪০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৩০০০ টাকা আবেদনমূল্য স্থির করা হয়েছে। তবে বিশেষ ভাবে সক্ষমদের জন্য রয়েছে ছাড়।