আয়ুর্বেদ, যোগ এবং ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধ এবং হোমিয়োপ্যাথি (আয়ুষ) নিয়ে স্নাতকোত্তর পড়ার জন্য সর্বভারতীয় স্তরে এআইএপিজিইটি-র (অল ইন্ডিয়া আয়ুষ পোস্টগ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট) আয়োজন করা হয়। চলতি শিক্ষাবর্ষের জন্য এই প্রবেশিকার কাউন্সেলিংয়ের সূচিতে পরিবর্তন করল আয়ুষ অ্যাডমিশনস সেন্ট্রাল কাউন্সেলিং কমিটি (এএসিসিসি)। বিজ্ঞপ্তির মাধ্যমে তা বিস্তারিত জানানো হয়েছে।
প্রতি বছর কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের তরফে দেশ জুড়ে এআইএপিজিইটি আয়োজনের দায়িত্বে থাকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরীক্ষায় উত্তীর্ণদের জন্য কাউন্সেলিংয়ের আয়োজন করে এএসিসিসি। দেশের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে আয়ুষের নানা বিষয় নিয়ে স্নাতকোত্তরে ভর্তির সুযোগ দেওয়া হয়।
প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয় গত সেপ্টেম্বরে। ১০ অক্টোবরে শুরু হয় তৃতীয় রাউন্ডের কাউন্সেলিং। সেই প্রক্রিয়া চলার কথা ছিল ২৭ অক্টোবর পর্যন্ত। কিন্তু গোটা সূচিতে পরিবর্তন করা হয়েছে, এই প্রক্রিয়া চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আগামী ৩ নভেম্বর পর্যন্ত কাউন্সেলিংয়ে যোগদানের জন্য নাম নথিভুক্ত করা যাবে। উত্তীর্ণেরা তাঁদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নিতে পারবেন ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে। পড়ুয়াদের জন্য আসন বরাদ্দ করা হবে ৪ এবং ৫ নভেম্বর। আসন বরাদ্দ করা হবে ৬ নভেম্বর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে আগামী ৭ থেকে ১৪ নভেম্বরের মধ্যে।
এর পর শুরু হবে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের কাউন্সেলিং। এ জন্য সিট ম্যাট্রিক্স প্রকাশ করা হবে ১৭ এবং ১৮ নভেম্বর। পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারবেন ১৯ থেকে ২৪ নভেম্বরের মধ্যে। পছন্দের আসন এবং কলেজ বাছাই করা যাবে ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে। আসন বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে ২৫ নভেম্বর। নির্ধারিত কলেজে পড়ুয়াদের উপস্থিত হতে হবে ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে।
পরবর্তী এবং শেষ রাউন্ডটি স্পেশ্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। এ ক্ষেত্রে পড়ুয়াদের জন্য আসন বরাদ্দ করা হবে ৮ এবং ৯ ডিসেম্বর। আসন বরাদ্দের ফল ঘোষিত হবে ১০ ডিসেম্বর। সংশ্লিষ্ট কলেজে পড়ুয়াদের উপস্থিত হতে হবে ১১ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে।
উল্লেখ্য, আয়ুষের এই প্রবেশিকার মাধ্যমে পড়ুয়ারা এমডি, এমএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন।