রাজ্যের প্রথম সারির প্রতিষ্ঠানগুলিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাসভার আয়োজন করা হবে। একইসঙ্গে কর্মশালা এবং কোর্সও করানো হবে প্রতিষ্ঠানগুলির তরফে। নানা বিষয়ের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞেরা। একনজরে দেখে নেওয়া যাক, কোথায় কী হবে—
১) পদার্থবিদ্যার বিষয়ে আলোচনা:
কনডেনস্ড ম্যাটার ফিজ়িক্স, মেটিরিয়ালস সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল ফিজ়িক্স, অ্যাক্টিভ ম্যাটার, বায়োলজিক্যাল সিস্টেমস, অপটিক্স অ্যান্ড ফোটোনিক্স— এর মতো নানা বিষয় নিয়ে আলোচনাসভার আয়োজন করা হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। সেখানে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ঝাড়খণ্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। সভায় যোগ দিতে পারবেন পড়ুয়া থেকে গবেষক— সকলেই।
* কোথায় হবে— প্রেসিডেন্সির কলেজ স্ট্রিট ক্যাম্পাসে।
*কবে— ২১ এবং ২২ নভেম্বর।
*কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক ও শিক্ষকেরা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
*আবেদনের শেষ দিন— ১২ নভেম্বর।
২) পদার্থবিদ্যা বিষয়ে কর্মশালা:
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার এক বিশেষ দিক নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। সেখানে পার্টিক্যাল ফিজ়িক্স নিয়ে গবেষকদের বক্তৃতার পাশাপাশি প্যানেল ডিসকাশন বা আলচনাসভারও আয়োজন করা হবে।
*কোথায় হবে— প্রেসিডেন্সির কলেজ স্ট্রিট ক্যাম্পাসে।
*কবে— ৩১ অক্টোবর।
*কারা আবেদন করতে পারবেন— স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক ও শিক্ষকরা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
৩) পরিবেশ নিয়ে আলোচনাসভা:
পরিবেশরক্ষা এবং ক্লাইমেট জাস্টিস নিয়ে আলোচনার আয়োজন করা হবে রাজ্যের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস-এ (ডব্লিউবিএনইউজেএস)। জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে যৌথ ভাবে এই আলোচনাসভার আয়োজন করা হবে।
* কোথায় হবে— সল্টলেকের ডব্লিউবিএনইউজেএস-এর ক্যাম্পাসে। ।
*কবে— ৩০ এবং ৩১ অক্টোবর।
*কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, আইনজীবী, স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত, গবেষক, আমলা থেকে শিক্ষকেরা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
আরও পড়ুন:
-
স্নাতকোত্তর আয়ুষের জন্য কাউন্সেলিংয়ের সূচিতে পরিবর্তন, এএসিসিসি-র বিজ্ঞপ্তি প্রকাশ
-
শিলচরের এনআইটিতে নানা বিষয়ে গবেষণার সুযোগ, আবেদনের জন্য কোন শর্ত মানতে হবে?
-
গবেষক প্রয়োজন কল্যাণীর কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানে, নিয়োগ অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে
-
মাইক্রোসফট-এর অর্থপুষ্ট প্রকল্পের কাজ হবে আইআইটি খড়্গপুরে, চলছে গবেষকের খোঁজ
৪) ক্যানসার নিয়ে কর্মশালা:
রাজ্যের আইআইটি খড়্গপুরের বায়োসায়েন্স ও বায়োটেকনোলজি বিভাগের তরফে ‘কম্পিউটেশনাল অনকোলজি: ক্যানসার অ্যাস আ ডায়ানামিক কমপ্লেক্স সিস্টেম’-শীর্ষক কর্মশালার আয়োজন করা হবে। সহায়তা করবে আইআইএসসি বেঙ্গালুরুর পরমহংস সেন্টার ফর কম্পিটেশনাল অনকোলজি।
*কোথায় হবে— আইআইটি খড়্গপুর-এর ক্যাম্পাসে। ।
*কবে— ২০২৬ সালের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি।
*কারা আবেদন করতে পারবেন— স্নাতক, স্নাতকোত্তর পড়ুয়া থেকে গবেষক, বিজ্ঞানী, শিক্ষক, ক্লিনিশিয়ান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদাররা।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
৫) ইন্টারনেট অফ থিংস নিয়ে কোর্স:
ইন্টারনেট অফ থিংস শীর্ষক নতুন বিষয় নিয়ে কোর্স করাবে আইআইটি খড়্গপুর। কোর্স আয়োজনে সহযোগিতা করবে দু’টি বেসরকারি সংস্থা। কোর্সের ক্লাস হবে সপ্তাহান্তে।
* কোথায় হবে— অনলাইনে।
*কবে— ডিসেম্বর মাসে।
*কারা আবেদন করতে পারবেন— যোগ্যতার শর্তাবলি জানানো হয়নি।
*আবেদন কী ভাবে— অনলাইনে।
আরও পড়ুন:
-
শুধু জেইই স্কোর নয়, আইআইটি খড়্গপুরেও এ বার ভর্তি অলিমপ্লিয়াড ও স্পোর্টস কোটার ভিত্তিতে
-
দুর্গাপুর স্টিল প্লান্টে কর্মীর খোঁজ, কোন পদে, কোন যোগ্যতা থাকলে আবেদন করা যাবে?
-
কৃত্রিম বুদ্ধিমত্তায় এমএসসি করবেন? অনলাইনেই খুঁটিনাটি পড়াবে এনআইটি সিকিম
-
২৫৮ জন কর্মীর খোঁজ ইন্টেলিজেন্স ব্যুরো-তে, গেট স্কোর ছাড়া যোগ্যতার আর কী মাপকাঠি রয়েছে?