মেডিক্যাল স্নাতকোত্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নিট পিজি-কে ঘিরে আইনি জটিলতার মাঝেই মঙ্গলবার প্রকাশিত হয় কাউন্সেলিংয়ের বিস্তারিত সূচি। কাউন্সেলিং শুরু ১৭ অক্টোবর থেকে। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এই কাউন্সেলিংয়ের মাধ্যমে দেশ এবং রাজ্যের কোন কোন মেডিক্যাল প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ রয়েছে, তা-ও জানানো হয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)-র তরফে।
নিট পিজি উত্তীর্ণেরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, ডিএনবি-র মতো প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। তাঁদের অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, সেন্ট্রাল ইন্টারনাল কোটা, ইন সার্ভিস কোটা এবং ম্যানেজমেন্ট কোটার ভিত্তিতে নানা কোর্সে ভর্তি নেওয়া হবে। এর মধ্যে চলতি বছরের জন্য ৫০ শতাংশ অল ইন্ডিয়া কোটার সিট ম্যাট্রিক্স প্রকাশ করেছে এমসিসি।
আরও পড়ুন:
-
কল্যাণীর এমস-এ অধ্যাপনার সুযোগ, কোন কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হবে?
-
আইনজীবী হিসাবে যোগ্যতালাভের পরীক্ষায় আবেদন মেয়াদ বৃদ্ধি করল বার কাউন্সিল, কবে শেষ দিন?
-
স্নাতকোত্তর আয়ুষের জন্য কাউন্সেলিংয়ের সূচিতে পরিবর্তন, এএসিসিসি-র বিজ্ঞপ্তি প্রকাশ
-
প্রেসিডেন্সি থেকে আইআইটি খড়্গপুর, রাজ্যে কোথায় কোন আলোচনাসভা, দেখে নিন এক নজরে
সেই সিট ম্যাট্রিক্স বা আসন বিন্যাস অনুযায়ী, রাজ্যের বর্ধমান মেডিক্যাল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, আরজি কর মেডিক্যাল কলেজ-এর বিভিন্ন কোর্সে রয়েছে একাধিক আসন। এর মধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজে রয়েছে মোট ৭২টি আসন। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ রয়েছে ৬৭টি আসন। ১২টি আসন রয়েছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন-এ। আরজি কর মেডিক্যাল কলেজে রয়েছে ৮৪টি আসন। এ ছাড়া, এমসিসি-র তরফে চলতি বছরের জন্য ডিএনবি কোর্সে ভর্তির জন্য আলাদা ভাবেও আসন বিন্যাসের তালিকা প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে।
উল্লেখ্য, নিট পিজি-র কাউন্সেলিং হবে মোট তিনটি রাউন্ডে। অল ইন্ডিয়া কোটার প্রথম রাউন্ডের কাউন্সেলিং প্রক্রিয়া ১৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং চলবে ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। তৃতীয় রাউন্ডের প্রক্রিয়া ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
আরও পড়ুন:
-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় ১০৩ জন কর্মী প্রয়োজন, কলকাতা-সহ অন্য শহরে পোস্টিং
-
কর্মীর খোঁজ করছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে
-
কলকাতার কোল ইন্ডিয়া কার্যালয়ে কর্মীর খোঁজ, কোন পদের জন্য করা যাবে আবেদন?
-
মালদহ জেলায় কর্মীর খোঁজ, প্রয়োজন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বা স্নাতক যোগ্যতাসম্পন্নদের