স্নাতক স্তরের ভর্তির পোর্টাল চালু করল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট মারফত গণিত, পদার্থবিদ্যা, ভূগোল এবং দর্শন বিভাগে ভর্তি নেওয়া হবে। চার বছরের স্নাতক স্তরের কোর্স ছাড়াও ‘অনার্স উইথ রিসার্চ’ও করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এই সমস্ত বিষয়ে সাঁওতালি ভাষায় পঠনপাঠনের সুযোগ থাকছে।
উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পোর্টাল মারফত আবেদনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গণিত বিভাগে ২৮টি, পদার্থবিদ্যায় ২৩টি, ভূগোলে ৪২টি এবং দর্শনে ৪৪টি আসন খালি রয়েছে।
আরও পড়ুন:
ভর্তি হওয়ার সময় গণিতের জন্য ২,৪০০ টাকা, পদার্থবিদ্যায় ২,৫০০ টাকা, ভূগোলে ২,৪০০ টাকা এবং দর্শনে ২,০০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। পাশাপাশি, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট ও মার্কশিটের মতো নথি অনলাইনে আবেদনের সময় আপলোড করা দরকার।
আবেদনের জন্য পোর্টাল ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চালু রাখা হবে। ৩১ অক্টোবর মেধা তালিকা প্রকাশের পর ভর্তি প্রক্রিয়া নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে।