রাষ্ট্রায়ত্ত সংস্থায় ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ওই কাজের জন্য কর্মী প্রয়োজন। নিযুক্তদের ওই সংস্থার মছলিপত্তনম ইউনিটে কাজ করতে হবে। মোট তিনজনকে ট্রেনি হিসাবে নিয়োগ করা হবে।
ট্রেনি হিসাবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কিংবা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা (সিএমএ) কাজ শেখার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া কিংবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
উল্লিখিত কাজের জন্য অনূর্ধ্ব ২৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। তাঁরা মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে পারবেন। প্রথম বছরে ২৫ হাজার, দ্বিতীয় বছরে ২৭ হাজার এবং তৃতীয় বছরে ৩০ হাজার টাকা প্রতি মাসে ভাতা হিসাবে দেওয়া হবে।
এর জন্য আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। আলাদা করে কোনও আবেদনপত্র পাঠানোর দরকার নেই। ২৩ জুলাই ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের অন্ধ্রপ্রদেশের দফতরে উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে (bel-india.in) মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।