এডুকেশন বা শিক্ষা নিয়ে উচ্চশিক্ষা এবং গবেষণায় আগ্রহী হলে খোঁজ নিতে পারেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, পড়ুয়াদের থেকে আবেদন গ্রহণ করা হবে অফলাইনে।
বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে সংশ্লিষ্ট বিভাগে সর্বাধিক আটটি আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। সমস্ত আসনে বিশ্ববিদ্যালয় আয়োজিত রিসার্চ এলিজিবিলিটি টেস্ট (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির যোগ্যতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষাটি এক ঘণ্টার। পরীক্ষার্থীরা ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে যোগ দিতে পারবেন ইন্টারভিউয়ে। সেখানে বরাদ্দ হবে ৫০ শতাংশ নম্বর। তবে নেট/ সেট-এর মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হলে বা এমফিল ডিগ্রি থাকলে ছাড় মিলবে লিখিত পরীক্ষায়। সে ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই।
আরও পড়ুন:
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এডুকেশনে স্নাতকোত্তর বা এমএড কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের ক্ষেত্রে নম্বরের ছাড় থাকবে।
পড়ুয়ারা বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে পারবেন। আগামী ১৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। আবেদনমূল্য ১০০ টাকা। যা অনলাইনে জমা দিতে হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।