ইতিহাস নিয়ে যাঁদের পড়াশোনা, তাঁদের জন্য গবেষণাধর্মী কাজের সুযোগ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পে নির্দিষ্ট মেয়াদের জন্য অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘ইম্যাজ়িনিং দ্য প্রোটেক্টর: দ্য কোস্টাল পিপল অ্যান্ড দেয়ার গডেসেস: এ কেস স্টাডি অফ সাদার্ন ওড়িশা ডিউরিং দি আর্লি মিডিয়াভ্যাল পিরিয়ড’। এটি বিশ্ববিদ্যালয়ের একটি ‘মাইনর ইনোভেটিভ রিসার্চ প্রজেক্ট’।
প্রকল্পে রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে সাত থেকে আট মাস। এই সময়কালে তাঁর মোট সাম্মানিকের পরিমাণ হবে ৫৫,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়ঃসীমার উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। তবে তাঁদের প্রাচীন ভারতের ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস থাকতে হবে। প্রয়োজন এমফিল ডিগ্রি এবং নেট/সেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতাও। এ ছাড়া সংশ্লিষ্ট গবেষণার বিষয় সংক্রান্ত জ্ঞান থাকাও জরুরি।
আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৫ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।