মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি এবং ক্যানসার বায়োলজি বিষয়ে আগ্রহীদের জন্য নতুন কোর্স চালু করতে চলেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলেজের তরফে। জানানো হয়েছে, শহরেরই একটি বেসরকারি নামী হাসপাতালের জন্য যৌথ ভাবে এই কোর্সের আয়োজন করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
কলেজের তরফে মলিকিউলার মেডিক্যাল বায়োলজি বিষয়ক একটি কোর্স করানো হবে। এটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। কোর্সটির আয়োজনে সহায়তা করবে কলকাতার টাটা মেডিক্যাল সেন্টার। স্বাস্থ্য ক্ষেত্র তথা বৃহত্তর সমাজে মানুষের জীবনে বদল আনতে বিশেষ ভাবে সহায়ক হবে এই কোর্স, এমনই জানানো হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
পিজি ডিপ্লোমা কোর্সের মেয়াদ দু’বছর। যেখানে প্রথম বছরে অ্যাকাডেমিক ট্রেনিং এবং দ্বিতীয় বছরে ক্লিনিক্যাল ইন্টার্নশিপের ব্যবস্থা থাকবে। কোর্সের ক্লাস নেবেন কলেজের বিষয় বিশেষজ্ঞ থেকে টাটা মেডিক্যাল সেন্টারের মাইক্রোবায়োলজিস্ট এবং চিকিৎসকরা। পাশাপাশি হাতেকলমে কাজ শেখার জন্য জন্য ল্যাব এবং হাসপাতালেও ক্লিনিক্যাল ট্রেনিং দেওয়া হবে পড়ুয়াদের। কোর্স শেষে তাঁদের শংসাপত্রও দেওয়া হবে।
সংশ্লিষ্ট কোর্সে মোট আটটি শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আবেদন করতে পারবেন কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবনবিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতকোত্তর উত্তীর্ণরা। কোর্সে ভর্তির ক্ষেত্রে আগ্রহীদের মূল্যায়ন করা হবে প্রবেশিকা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
কোর্স শেষে বিভিন্ন হাসপাতাল, প্যাথোলজিক্যাল ল্যাব, ক্যানসার রিসার্চ সেন্টার, মলিকিউলার ডায়গনোস্টিক কিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি-সহ অন্যত্র কাজের সুযোগ পাবেন পড়ুয়ারা।
আরও পড়ুন:
আগ্রহীদের কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।