একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, বিভিন্ন পদে কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়াররা। এর জন্য অনলাইনেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।
সংস্থায় নিয়োগ হবে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ২ এবং অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ৩ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫৬। নিযুক্তদের সংস্থার কেমিক্যাল, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল ওয়াটার অ্যান্ড সেফটি, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেটালার্জি/ মেটিরিয়ালস/ করোশন এবং সিভিল বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের প্রথমে দু’বছরের জন্য সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
আরও পড়ুন:
অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ২ এবং অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড ৩ পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৩৭ এবং ৪১ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পোস্টিংয়ের ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৯৬,০০০ টাকা।
পদগুলিতে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার যোগ্যতার পাশাপাশি বেশ কিছু বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২৪ জুন আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।