Advertisement
E-Paper

শীঘ্রই শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজির এমফিল কোর্সে ভর্তি প্রক্রিয়া

ভর্তির জন্য প্রবেশিকা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৮
CU

কলকাতা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে মাস্টার অফ ফিলোজ়ফি (এমফিল) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আর কিছু দিনের মধ্যেই। সম্প্রতি সেই মর্মে ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এগ্রিকালচারের তরফে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রোডের ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টারের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির এমফিল কোর্সটি কেন্দ্রের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই)-র স্বীকৃতি প্রাপ্ত।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সে মোট ১২টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। ভর্তির জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষায় মোট নম্বর থাকবে ১০০। এর মধ্যে ২০টি এমসিকিউ প্রশ্ন, ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং ১টি রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। এর পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে আগামী ১০ এবং ১৮ জানুয়ারি।

এমফিল কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কিত কোনও তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর জন্য আগ্রহীদের তাই সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Calcutta University M.Phil Admission 2023 Admission 2023 Admission in Clinical Psychology 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy