হাই কোর্টের নির্দেশ মানেনি রাজ্য সরকার। নির্ধারিত সময়ে নিয়োগ করা হয়নি উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের। এ বিষয়ে আদালত অবমাননার মামলায় শুনানি রয়েছে আগামী ২৭ নভেম্বর। তার আগে, ২৬ নভেম্বর বুধবার প্রকাশিত হতে পারে উচ্চ প্রাথমিকের বাকি থাকা শূন্য পদের কাউন্সেলিং-এর দিনক্ষণ। ইঙ্গিত সে দিকেই।
হিসাব বলছে, এখনও ১২৪১ জন প্রার্থী শিক্ষা দফতরের তরফে সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন। নিয়োগ পাননি আদালত নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও। তাঁদের অভিযোগ, ১৫ মাসের বেশি কেটে গেলেও হেলদোল নেই দফতরের। এ জন্য তাঁরা পথে নেমে আন্দোলনও করছেন।
আরও পড়ুন:
তবে, আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের অন্যতম নেতা সুশান্ত ঘোষ বলেন, "শিক্ষা সচিব আশ্বাস দিয়েছেন, বৃহস্পতিবারের আগে আগেই বাকি থাকা শূন্যপদের তালিকা এসএসসির কাছে পাঠিয়ে দেবে বিকাশ ভবন।"
শিক্ষা দফতর সূত্রের খবর, বাকি থাকা পদে নিয়োগ নিয়ে শিক্ষা দফতরের আধিকারিকের সঙ্গে বৈঠক হয়েছে কমিশনের। সেখানে আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগেই কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০ নভেম্বর ২০২৫-এর মধ্যে ১২৪১ জন প্রার্থীর নিয়োগ সম্পন্ন করতে হবে রাজ্যকে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন শেষ পর্যায়ে নিয়োগ এখন শেষ করেনি। কবে হবে বাকি ১২৪১ জনের নিয়োগ? এ প্রশ্ন তুলে সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।