এসএসসি নতুন চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে কলকাতার ধর্মতলার মোড়ে তুমুল উত্তেজনা। চাকরিপ্রার্থীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করতে হল পুলিশকে। সোমবার, দুপুরের পর টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের তোলা হয় পুলিশ ভ্যানে।
১০০ শতাংশ নম্বর পেয়েও শিক্ষকতার চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন নতুন চাকরিপ্রার্থীরা। অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর দেওয়ার বিরোধিতা করে সোমবার, শিয়ালদহ থেকে মিছিল শুরু করেন নতুন চাকরিপ্রার্থীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, রামলীলা ময়দান পর্যন্ত যাবে এই মিছিল। পুলিশ সেখানেই সন্ধ্যা ৬টা পর্যন্ত অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছিল।
আরও পড়ুন:
কিন্তু মিছিল মৌলালির মোড়ের কাছে আসতেই পথ বদল করেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। হঠাৎই তাঁরা এসএন ব্যানার্জী রোড ধরে ধর্মতলার দিকে এগোতে শুরু করেন। সেখানেই পুলিশ বাধা দেয়। কিন্তু পুলিশের ব্যারিকেট ভেঙে ফুটপাত দিয়ে দৌড়াতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। এক সময় তাঁরা পৌঁছেও যান ধর্মতলা মোড়ে।
সেখানে ঘণ্টা খানেক পথ অবরোধ করে রাখেন তাঁরা। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়। পুলিশের অনুরোধ সত্ত্বেও অবরোধ তুলতে রাজি হননি বিক্ষোভকারীরা।
এর পর ডিসি সেন্ট্রাল-এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। শুরু হয় ধরপাকড়। কয়েক জন বিক্ষোভকারীকে পুলিশ আটক করলেও বাকিরা অবরোধ চালিয়ে যান বেলা সাড়ে ৩টে পর্যন্তও।
পুলিশের দাবি, অনুমোদন ছা়ড়াই ধর্মতলার মোড়ে অবস্থান শুরু করেছেন বিক্ষোভকারীরা। অনেক অনুরোধেও তাঁরা সরতে চাননি। তাই বাধ্য হয়েই বল প্রয়োগ করতে হয়েছে।