Advertisement
E-Paper

ইঞ্জিনিয়ারিং-এর পর এমবিএ! বিশেষ যোগ্যতায় কেমন সুযোগ মিলতে পারে পেশা জগতে?

ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা শাখার বিভিন্ন বিষয়ে স্নাতক উত্তীর্ণ হওয়ার পর মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) পড়তে আগ্রহী অনেকেই। কিন্তু এত পড়াশোনার পর ওই ডিগ্রিকে কাজে লাগাবেন কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১১:৩৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তীর্ণ হওয়ার পর এমবিএ করা সম্ভব। কারণ, স্নাতকোত্তর স্তরের এই ডিগ্রি কোর্সটি করার সুযোগ পান যে কোন শাখার পড়ুয়ারাই। ব্যবসা ব্যবস্থাপনার খুঁটিনাটি শিখতে পারবেন সকলেই।

কী কী বিষয়ে জ্ঞান অর্জন সম্ভব?

ব্যবসার মূলমন্ত্র, লিডারশিপ-এর চাবিকাঠি, সঠিক ভাবে সব ধরনের মানুষের সঙ্গে কথা বলতে পারা বা, কঠিন সমস্যার মুখোমুখি হয়েও মাথা ঠাণ্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অর্জন, সবই শেখানো হয়। পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে কাজের পরিকাঠামো নির্মাণের কৌশল শেখার জন্য ইন্টার্নশিপ কিংবা লাইভ প্রজেক্ট-এ যোগদানে সুযোগও পেয়ে থাকেন এমবিএ-এর পড়ুয়ারা।

কারা কেমন কাজের সুযোগ পেতে পারেন?

স্নাতক স্তরে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, তার কিছুটা এমবিএ ডিগ্রি অর্জনের সময়ও কাজে লাগে। কাজের পরিসরেও ওই দু’টি ডিগ্রির জ্ঞান বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের সুযোগ থাকে।

১। কলা শাখার পড়ুয়ারা এমবিএ করার পর জটিল সমস্যার সহজ সমাধানের দক্ষতা অর্জন করে থাকেন। সে ক্ষেত্রে তাঁদের কাছে ডিগ্রি অর্জনের পর পরামর্শদাতা, ম্যানেজার, কমিউনিকেশন এক্সপার্ট, ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট, পলিসি অ্যানালিস্ট হিসাবে কাজের সুযোগ রয়েছে। যে কোনও সংস্থার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, পাবলিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজমেন্ট বিভাগে চাকরি পেতে পারেন।

২। বিজ্ঞান শাখার পড়ুয়ারাও এমবিএ করেন কেরিয়ারে এগিয়ে যাওয়া লক্ষ্যে। ডিগ্রি অর্জনের পর তাঁদের কাছে বিজ়নেস অ্যানালিটিক্স, হেলথকেয়ার বা অপারেশনস ম্যানেজমেন্ট, সাস্টেনিবিলিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, ইনোভেশন অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে চাকরির সুযোগ থাকছে। সেখানে তাঁরা অ্যাডমিনিস্ট্রেটর, ম্যানেজার, কনসালট্যান্ট পদে কাজ করতে পারবেন।

৩। ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ের পড়ুয়ারাও বর্তমানে এমবিএ করার সিদ্ধান্ত নিচ্ছেন। এ ক্ষেত্রে তাঁরা অপারেশন অ্যান্ড সাপ্লাইন চেন ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, টেকনোলজি ম্যানেজমেন্ট কিংবা স্ট্যাটেজি অ্যান্ড কনসালটিং বিভাগে কাজের সুযোগ পেতে পারেন। সেখানে মূলত অ্যাসোসিয়েট, অপারেশন হেড, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট পদে চাকরি করতে পারবেন।

এ ছাড়াও কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকদের কাছে এমবিএ করার পর আরও বেশ কিছু বিভাগে কাজের সন্ধান থাকছে। তাঁরা এডটেক (শিক্ষা এবং টেকনোলজির সংযোজনে গড়ে ওঠা শিল্প), ফিনটেক, ডিজিটাল ব্যাঙ্কিং, ই-কমার্স, প্রোডাক্ট স্টার্টআপ-এর মতো ক্ষেত্রেও চাকরির সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে স্নাতকস্তরেই পড়ুয়াদের স্থির করে নিতে হবে, তাঁরা এমবিএ করার সময় কোন বিষয়ে স্পেশ্যালাইজ়েশন করতে চাইছেন। শুধু ডিগ্রি অর্জনই নয়, বিষয়ভিত্তিক দক্ষতাও একই সঙ্গে থাকা প্রয়োজন। তবে, কাঙ্খিত ক্ষেত্রে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে।

Academics career after graduation Administrative Works Public Policy Job Roles Consultant Govt Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy