স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র। স্কুলের ভিতরে সমস্ত গুরত্বপূর্ণ জায়গাতে ক্লোস সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে বোর্ড। এ নিয়ে জারি করা হয়েছে নয়া নির্দেশিকা।
প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, স্কুলে হাই রেজল্যুশন ক্যামেরা লাগিয়ে তার মাধ্যমে রিয়েল-টাইম অডিয়ো-ভিস্যুয়াল রেকর্ডিং করতে হবে। অর্থাৎ শুধু ভিডিয়ো রেকর্ডিং নয়, কথোপকথনও রেকর্ড করা হবে। নয়া বিধিতে, স্কুল প্রাঙ্গণে যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলি হল—
১) স্কুলে ঢোকা এবং বেরনোর জায়গা।
২) স্কুল লবি এবং করিডোর।
৩) সিঁড়ি।
৪) ক্লাসরুম।
৫) ল্যাবরেটরি।
৬) ক্যান্টিন।
৭) স্টোররুম।
৮) খেলার মাঠ।
৯) অন্যান্য ‘কমন এরিয়া’-তে।
পড়ুয়াদের গোপনীয়তা বজায় রাখার স্বার্থে স্কুলের বাথরুমে কোনও সিসিটিভি লাগানো হবে না বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন:
সিবিএসই-র সচিব হিমাংশু গুপ্ত নয়া বিধিতে জানিয়েছেন, বোর্ডের ২০১৮ সালের বিধির চতুর্থ অধ্যায়ে স্কুলের পরিকাঠামো সংক্রান্ত নিয়মাবলির উল্লেখ রয়েছে। এ বার সেই নিয়মে পরিবর্তন করে এই নতুন ব্যবস্থা কার্যকর করতে চলেছে বোর্ড।
স্কুলের সিসিটিভি ক্যামেরাগুলিতে ন্যূনতম ১৫ দিনের অডিয়ো-ভিডিয়ো ফুটেজ সংরক্ষিত থাকবে। যার মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ চাইলেই সেই ফুটেজ দেখতে পারবেন। যাতে সিসিটিভি ক্যামেরাগুলি সচল থাকে এবং কোনও প্রযুক্তিগত সমস্যা সৃষ্টি না হয়, তা-ও মাঝেমধ্যে স্কুলগুলিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বোর্ড।
মনে করা হচ্ছে, সম্প্রতি প্রকাশিত ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর স্কুল প্রাঙ্গণে পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিধির সঙ্গে সামঞ্জস্য রেখেই বোর্ডের এই নয়া বিধি। কোনও শাস্তিমূলক পদক্ষেপের জন্য নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের জন্য সুস্থ এবং সুরক্ষিত পরিবেশ গড়ে তোলাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে বোর্ড।