মালদহের গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (জিকেসিআইইটি) থেকে ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে ডিপ্লোমার সুযোগ। সম্প্রতি এমনটা জানিয়ে কেন্দ্রের অর্থপুষ্ট এই প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষের জন্য এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে।
ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট (ডব্লিউবিএসসিটিভিইএসডি) আয়োজিত কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমেই জিকেসিআইইটি-তে ডিপ্লোমা কোর্সে ভর্তি নেওয়া হবে। সমস্ত কোর্সই তিন বছরের। কোর্সগুলি এআইসিটিই (অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন) দ্বারা অনুমোদিত।
আরও পড়ুন:
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জিকেসিআইটি থেকে যে বিষয়গুলিতে পড়ুয়ারা ডিপ্লোমা করতে পারবেন, সেগুলি হল—
১। সিভিল ইঞ্জিনিয়ারিং
২। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
৩। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
৪। ফুড প্রসেসিং টেকনোলজি
৫। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের দশমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভোকেশনাল নিয়ে বা ভোকেশনাল বিষয় ছাড়া উচ্চমাধ্যমিক বা আইটিআই উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও রয়েছে অন্য যোগ্যতার মাপকাঠি।
কোর্সে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়া এবং ভর্তি সম্পর্কিত বাকি তথ্য জানতে আগ্রহীদের জিকেসিআইইটি-র ওয়েবসাইট দেখে নিতে হবে।