আইনে উচ্চশিক্ষা গ্রহণের জন্য একটি বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হতে হয়। তবেই, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তরে ভর্তি হতে পারেন আগ্রহীরা। কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) শীর্ষক ওই পরীক্ষা ৭ ডিসেম্বর, রবিবার হতে চলেছে। পরীক্ষার আগে শেষ মুহূর্তের জন্য কী কী বিষয় মাথায় রাখবেন?
এই প্রবেশিকায় স্নাতক এবং স্নাতকোত্তর পর্বের জন্য আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। স্নাতকে ভর্তির জন্য ইংরেজি ভাষা, কারেন্ট অ্যাফেয়ার্স, লিগ্যাল রিজ়নিং, লজিক্যাল রিজ়নিং এবং কোয়ান্টিটেটিভ টেকনিক্স বিষয়ে প্রশ্ন করা হয়। স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে আইন-এর বিভিন্ন ভাগ নিয়ে প্রশ্ন থাকে।
⦁ পরীক্ষার্থীরা রিজ়নিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স-এর প্রশ্নোত্তর অভ্যাস করে নিতে পারেন। পারলে মক টেস্টও দিতে পারেন, যাতে যা যা পড়েছেন তার রিভিশন করে নেওয়া যায়।
⦁ এ ছাড়াও পুরোনো প্রশ্নপত্রগুলিতে এক বার চোখ বুলিয়ে নিতে পারেন। এতে কোন কোন উত্তরগুলো ঠিক দিচ্ছেন বা ভুল হচ্ছে— তা বুঝতে পারবেন। কারণ ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর বাদ দেওয়া হবে।
⦁ স্নাতকোত্তর স্তরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মামলার রায়, সেই সংক্রান্ত সমস্ত কিছুতে চোখ বুলিয়ে নিতে পারেন। এ ছাড়াও বিভিন্ন আইনে পরিবর্তন, সংশোধন সংক্রান্ত বিষয়গুলিতে নজর রাখা যেতে পারে।
⦁ পরীক্ষার হলে ঢোকার সময় হাতে অ্যাডমিট কার্ড, বৈধ সচিত্র পরিচয়পত্র, তার প্রতিলিপি রাখতে হবে। কালো এবং নীল কালির অন্তত দু’টি পেন সঙ্গে রাখা দরকার।
২০২৬-এর ক্ল্যাট-এর জন্য বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের অতিরিক্ত ৪০ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার জন্য তাঁরা নিজেরাই ‘স্ক্রাইব’ নিয়ে আসতে পারেন অথবা কনসর্টিয়ামের কাছে ‘স্ক্রাইব’-এর জন্য আবেদন করতে পারেন।