সংবিধান রক্ষায় সমবেত ভাবে প্রস্তাবনা পাঠ করলেন ছাত্র-শিক্ষকেরা। ২৬ নভেম্বর সংবিধান দিবসের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি) শিবপুরে। এই বিশেষ অনুষ্ঠানটি ‘হামারা সংবিধান, হামারা স্বাভিমান’ শীর্ষক ভাবনাকে অনুসরণ করে পালন করা হয়।
সংস্কৃতি মন্ত্রকের নির্দেশনা অনুযায়ী, সংবিধানের প্রস্তাবনার সমবেত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। একই সঙ্গে ভারতীয় সংবিধানের মূল রচয়িতা ভীমরাওরামজি আম্বেডকরের মূর্তিতে মাল্যদান করেন প্রতিষ্ঠানের অধিকর্তা ভিএমএসআর মূর্তি এবং অন্যান্য আধিকারিকেরা।
সংবিধানের প্রস্তাবনার সমবেত পাঠ থেকে শুরু গ্যালারি উদ্বোধনের বিভিন্ন মুহূর্তে প্রতিষ্ঠানের অধিকর্তা-সহ বিশিষ্ট অতিথিরা। নিজস্ব চিত্র।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠাকুর প্রসাদ মুর্মু, কলকাতা হাইকোর্টের আইনজীবী চান্দ্রেয়ী আলম সংবিধান দিবস এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, প্রতিষ্ঠানের শতবার্ষিকী ভবনে একটি গ্যালারি উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ।
সংবিধান দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের আধিকারিকদের পাশাপাশি, পড়ুয়া থেকে শিক্ষাকর্মী সকলের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। প্রতিষ্ঠানে তরফে আয়োজিত একটি ক্যুইজ প্রতিযোগিতাতে প্রত্যেকেই সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।