Advertisement
E-Paper

যুদ্ধকালীন পরিস্থিতিতে সুরক্ষা এবং বিভিন্ন বিষয়ে সাইবার জালিয়াতি রুখতে তৎপর স্কুল শিক্ষা দফতর

স্কুল শিক্ষা দফতরের সঙ্গে সাইবার সিকিউরিটি সেন্টার ফর এক্সিলেন্স যৌথ উদ্যোগে সাইবার সিকিউরিটি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ট্যাব কেলেঙ্কারি-সহ সরকারি প্রকল্পের টাকা নিয়ে জালিয়াতি, সদ্য ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ‘ডান্স অফ হিলারি’-র মতো নানা সাইবার জালিয়াতি রুখতে এ বার তৎপর রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন বিভাগ। স্কুল শিক্ষা দফতরের সঙ্গে সাইবার সিকিউরিটি সেন্টার ফর এক্সিলেন্স যৌথ উদ্যোগে সাইবার সিকিউরিটি নিয়ে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে।

যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সাইবারের সহজপথ ২০২৫’। পাঁচ দিনের প্রশিক্ষণ চলবে দু’ঘণ্টা ধরে। ইচ্ছুক পড়ুয়ারা নিজের স্কুল মারফত রেজিস্ট্রেশন করতে পারবে। সাইবার সিকিউরিটি সেন্টার ফর এক্সিলেন্সের কো-অর্ডিনেটর সম্রাট ঘোষ বলেন, ‘‘ইতিমধ্যে সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। পড়ুয়াদের নাম তাঁদের স্কুল মারফত নথিভুক্ত করতে হবে। পড়ুয়াদের সাইবার সচেতনতার পাঠ দিতেই এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।’’

সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা এই প্রশিক্ষণ নেওয়া সুযোগ পাবে। চলতি মাসের ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে ক্লাস। সম্পূর্ণ অনলাইনেই ক্লাস করানো হবে। এই প্রশিক্ষণ নেওয়ার জন্য পড়ুয়াদের কোনও টাকা দিতে হবে না।

সাইবার অপরাধ কী ভাবে হয়, সাইবার সুরক্ষা নিয়ে পেশা নির্বাচনের কী কী পথ রয়েছে, সাইবার সিকিউরিটির কী কী ডোমেন রয়েছে, সাইবার সিকিউরিটি এবং সদ্য ট্রেন্ডে চলছে কোন কোন বিষয়ে এই সব নিয়েই বিস্তারিত পড়ানো হবে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘বর্তমান প্রযুক্তির যুগে সাইবার সিকিউরিটির বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। নির্দিষ্ট বয়সের সব ছাত্র ছাত্রীদের ই এটা করানো উচিত। শুধু তাই নয় সাধারণ মানুষকে এ ব্যাপারে সচেতন করা উচিত।’’

বিজ্ঞপ্তিতে কিউআর কোড এবং একটা লিঙ্ক দেওয়া রয়েছে। পড়ুয়াদের লিঙ্কে গিয়ে অথবা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর সাইবার সিকিউরিটি সেন্টারের তরফে পুনরায় এই একটি লিঙ্ক পাঠানো হবে। পড়ুয়াদের সেই লিঙ্কে গিয়ে ক্লাস করতে হবে।

Madhyamik 2026 High Secondary WBBSE WBCHSE School education department School students Cyber Crime Cyber Security Course on Cyber Security
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy