স্কুলের গণ্ডি পেরোনোর পর, কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রমের বাইরেও নানা সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স করার সুযোগ থাকে। বিভিন্ন আলোচনা সভা এবং কর্মসূচিতে যোগ দিলে দক্ষতা বৃদ্ধিও হয়ে থাকে। কিন্তু কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে, কোথায় আলোচনা সভা চলছে— সেই সবের তথ্য প্রকাশিত হওয়ার পর অনেক সময়ই নজর এড়িয়ে যায়। শিক্ষার কড়চার এই প্রতিবেদনে রইল কিছু আলোচনা সভা, কর্মশালা, প্রতিযোগিতা এবং সার্টিফিকেট কোর্সের সুলুকসন্ধান।
১। গ্রন্থাগার বিজ্ঞান প্রসঙ্গে আলোচনা সভা—
কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের তরফে আন্তর্জাতিক স্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বর্তমানে প্রায় সব কিছুই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হয়ে উঠছে। গ্রন্থাগারও আগের মতো আর নেই, ‘ই-বুক’ থেকে শুরু করে অনলাইন সার্চিং গ্রন্থাগারের ঠিকানা হয়ে উঠেছে। এই বিষয়কে কেন্দ্র করেই আলোচনা সভার আয়োজন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— অনলাইনে ।
কবে— ৮ এবং ৯ ডিসেম্বর ২০২৫।
কত দিন চলবে— দু’দিন।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
আবেদন কী ভাবে— অনলাইনে।
আবেদনের শেষ দিন— ৫ ডিসেম্বর।
২। ভারতীয় ভাষা পরিবার নিয়ে জাতীয় সম্মেলন—
দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে এই সম্মেলনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সম্মেলন শিক্ষা মন্ত্রক এবং ভারতীয় ভাষা সমিতির তরফে আয়োজন করা হয়েছে।
কোথায় হবে— অনলাইন এবং অফলাইনে।
কবে— ১৬ এবং ১৭ জানুয়ারি ২০২৬।
কারা আবেদন করতে পারবেন— পড়ুয়া, গবেষক, শিক্ষকেরা।
আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
আবেদনের শেষ দিন— ৩১ ডিসেম্বর।
৩। ফার্মাকোভিজিল্যান্স ইন ক্লিনিক্যাল রিসার্চ—
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিষয়ের উপর স্বল্প মেয়াদী কোর্স করানো হবে। এটি একটি সার্টিফিকেট কোর্স।
কোথায় হবে— অফলাইনে।
কবে—৬ জানুয়ারি ২০২৬ থেকে শুরু ক্লাস।
কত দিন চলবে— ন’মাস।
কারা আবেদন করতে পারবেন— ফার্মাসিতে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা এবং এমবিবিএস ডিগ্রি রয়েছে যাঁদের।
আবেদন কী ভাবে— সরাসরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে।
আবেদনের শেষ দিন— ১৮ ডিসেম্বর।
আরও পড়ুন:
৪। এনএসওইউ-তে সার্টিফিকেট কোর্স—
রাজ্যের মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর লাইফ লং লার্নিং বিভাগের তরফে চারটি সার্টিফিকেট কোর্স করার সুযোগ রয়েছে। সেগুলি হল— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, বিজ়নেস এআই, ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিসেস এবং অপারেশন্স অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট।
কোথায় হবে— অনলাইন এবং অফলাইনে।
কবে— ১২ জানুয়ারি ২০২৬ থেকে শুরু ।
কারা আবেদন করতে পারবেন— দ্বাদশ শ্রেণি উত্তীর্ণেরা।
কোর্সমূল্য— ১২ এবং ১৬ হাজার টাকা।
আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
৫। শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব—
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের তরফে জাতীয় কর্মশালার আয়োজন করা হয়েছে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষায় কী ভাবে প্রভাব ফেলছে সেই সব বিস্তারিত আলোচনা করা হবে।
কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
কবে— ৮ থেকে ১৪ ডিসেম্বর।
কত দিন চলবে— সাত দিন ব্যাপী।
কারা আবেদন করতে পারবেন— কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করছেন এমন পড়ুয়ারা।
আবেদন কী ভাবে— অনলাইনে।