রাজ্যের বাইরে অন্য শহরে গিয়ে উচ্চ স্তরে পড়ার ইচ্ছে থাকলে খোঁজ নিতে পারেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের তরফে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) নিয়ে স্নাতকোত্তর কোর্সের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য দু’বছরের এমবিএ কোর্স করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অফ ফিন্যান্স অ্যান্ড বিজ়নেস ইকনোমিক্স’ বিভাগের তরফে আয়োজন করা হয়েছে কোর্সটি। বিজ়নেস ইকনোমিক্স এবং ফিন্যান্স এই দু’টি বিষয়ে এমবিএ পড়তে পারবেন আগ্রহীরা। তবে তার আগে জেনে নেওয়া প্রয়োজন যোগ্যতার মাপকাঠি।
প্রয়োজনীয় যোগ্যতা:
১। দিল্লি বিশ্ববিদ্যালয় অথবা দেশের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের স্নাতক যোগ্যতা থাকা চাই।
২। দ্বাদশ শ্রেণিতে গণিত অথবা ব্যবসায়িক গণিত বিষয়ে পড়তে হবে।
৩। যে সমস্ত পড়ুয়া ২০২৬ সালে স্নাতক হচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
৪। সংরক্ষিত বিভাগের পড়ুয়াদের দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যোগ্যতার মাপকাঠিতে ছাড় মিলবে।
আরও পড়ুন:
প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই পড়ার সুযোগ পাওয়া যাবে। আবেদনের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে।