মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই স্কুল সার্ভিস কমিশন গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে। বিধানসভা ভোটের আগেই শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চান কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, সম্প্রতি নবান্নকে এ বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। স্কুল সার্ভিস কমিশনের তরফে ১ মার্চ এবং ১৫ মার্চ দু’টি পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। নবান্নের অনুমোদন পেলেই লিখিত পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি, জানা গিয়েছে স্কুল শিক্ষা দফতর সূত্রে।
উল্লেখ্য, গ্রুপ সি-তে নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী, গ্রুপ ডি-তে নিয়োগের জন্য সাড়ে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে স্কুল সার্ভিসের কমিশন সূত্রে জানা যাচ্ছে ২১ জানুয়ারি প্রকাশিত হতে পারে একাদশ দ্বাদশ শ্রেণি নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা।