নতুন বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হল অনলাইন মাধ্যমে। কৃত্রিম মেধার সাহায্যে জেমিনাই অ্যাপ মারফত পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন পড়ুয়ারা। বিনামূল্যে আপাতত স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট-এর (স্যাট) প্র্যাক্টিস টেস্ট দেওয়ার সুযোগ পাবেন তাঁরা।
মার্কিন টেক জায়ান্ট গুগ্লের সিইও সুন্দর পিচাই নিজের এক্স হ্যান্ডেলে এই বিশেষ পরিষেবার কথা জানান। তবে, তিনি এও জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে স্যাট-এর প্রস্তুতির সুযোগ থাকলেও পরবর্তীতে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্র্যাক্টিস করার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন:
কী ভাবে মূল্যায়ন করবে কৃত্রিম মেধা?
পড়ুয়ারা চ্যাটবটকে প্রশ্ন করে স্যাট-এর প্রস্তুতির মক টেস্ট-এর প্রশ্নপত্র চাইতে পারবেন। প্রশ্ন পাওয়ার পর মূল পরীক্ষার মতোই নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তর লিখতে পারবেন তাঁরা। পরীক্ষা সম্পূর্ণ হলে কৃত্রিম মেধার সাহায্যে ফল যাচাই করে বিশ্লেষণ করবে কৃত্রিম মেধা। এর পর চ্যাটবটই বলে দেবে কোন কোন ক্ষেত্রে কী কী বিষয়ে আরও পড়াশোনার প্রয়োজন।
পরীক্ষার্থীরা চাইলে আরও বিশদ তথ্য ওই অ্যাপ মারফত জানতে চাইতে পারে। টেক জায়ান্টের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের কী কী বিষয়ে নজর দেওয়া প্রয়োজন, তা বাড়িতে বসেই জেনে নেওয়ার সুযোগ দিতেই এই বিশেষ ব্যবস্থা। এ ছাড়াও এতে মূল পরীক্ষা দেওয়ার মতোই সময় দিতে পারবেন তাঁরা।