Advertisement
E-Paper

পড়াশোনার সঙ্গেই দক্ষতা বৃদ্ধির সুযোগ, স্নাতকদের জন্য রইল একাধিক কোর্সের সুলুক সন্ধান

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে বিভিন্ন বিষয়ে একাধিক সার্টিফিকেট এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্স করানো হয়ে থাকে। সেই সমস্ত কোর্স করার জন্য কোন যোগ্যতা থাকা দরকার, কেমন খরচ, কী শেখানো হবে— তার একটি তালিকা দেওয়া হল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ২০:২০
There are multiple courses available for students studying at the undergraduate level.

স্নাতক স্তরে পাঠরত পড়ুয়াদের জন্য রইল একাধিক কোর্সের সন্ধান। ছবি: সংগৃহীত।

স্নাতকস্তর থেকেই পড়াশোনার সঙ্গে স্থানীয় ভাষা বা সংস্কৃতি নিয়ে চর্চার সুযোগ। রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে জাতীয় শিক্ষানীতি ২০২০ অধীনে একাধিক স্কিল ডেভেলপমেন্ট কিংবা সার্টিফিকেট কোর্স করানো হয়। তবে, কিছু কিছু কোর্সের ক্ষেত্রে রাজ্যের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত পড়ুয়ারা কিংবা স্নাতক ডিগ্রিপ্রাপ্তেরাও সুযোগ পান। সেই কোর্সগুলির বিষয়, কোথায় করানো হয়, কী ভাবে ক্লাস হয়, কত খরচ হয়— সেই সম্পর্কে বিশদ তথ্য দেওয়া হল।

কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়:

রাজ্য সরকার অধীনস্থ কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের তরফে মোট পাঁচটি সার্টিফিকেট কোর্স করানো হবে। কমিউনিকেটিভ ইংলিশ, স্পোকেন সংস্কৃত, স্প্যানিশ, ফোকলোর অ্যান্ড ট্রাইবাল লোর স্টাডিজ় এবং হেলথ অ্যান্ড কাউন্সেলিং সার্ভিস— এই সমস্ত কোর্স যে কোনও বিষয়ে স্নাতকরা করার সুযোগ পাবেন। অনলাইনে এই সমস্ত কোর্সের ক্লাস চলবে। ২,১০০ টাকা থেকে ৩,৬০০ টাকা কোর্স ফি হিসাবে ধার্য করা হয়েছে। আগ্রহীরা ২০ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

Jadavpur University.

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়:

বিশ্ব রাজনীতির গতিবিধি, সমাজ গঠনে জ্ঞাপনের ভূমিকা, ফাংশনাল অ্যান্ড কমিউনিকেটিভ ইংরেজি, হার্বাল মেডিসিন, সম্পাদনা এবং প্রকাশনা বিষয়ে একাধিক কোর্স করিয়ে থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কোর্সের খরচ ৩ হাজার টাকা থেকে ৩৩ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সাধারণত অফলাইন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেদন জমা দেওয়াই নিয়ম। কিছু কিছু কোর্সের ক্ষেত্রে অনলাইনেও আবেদন গ্রহণ করা হয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়:

জীববিজ্ঞান (লাইফসায়েন্স) অথবা এই বিষয় সংক্রান্ত যে কোনও বিষয় নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর ‘মলিকুলার ডায়াগনস্টিকস’ বিষয়ে সার্টিফিকেট কোর্স করে নেওয়া যেতে পারে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে এই কোর্সটি করানো হয়ে থাকে। স্থানীয় ভাষা, সাংবাদিকতার মতো একাধিক বিষয়ে স্বল্পসময়ের কোর্স করার সুযোগ রয়েছে। তিন হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা কোর্স ফি হিসাবে খরচ হতে পারে।

Netaji Subhas Open University.

নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়:

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সের মাধ্যমে প্রি-প্রাইমারি টিচার্স এডুকেশন- মন্তেসরি, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, হসপিটাল ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং, অ্যাপ্লায়েড যোগ অ্যান্ড নেচারোপ্যাথি, ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, টেলারিং অ্যান্ড ড্রেস ডিজ়াইনিংয়ের মতো একাধিক বিষয় শেখানো হয়। বিভিন্ন কোর্সের জন্য কোর্স ফি ৭,০০০ টাকা থেকে শুরু করে ৭২,০০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। বিশ্ববিদ্যালয় অধীনস্থ একাধিক স্টাডি সেন্টার থেকে এই কোর্সগুলির ক্লাস করা সম্ভব।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়:

পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকদের জন্য একাধিক সার্টিফিকেট কোর্স করার সুযোগ দেওয়া হয়। কোর্সগুলি হল— আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাটজিপিটি, ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, আর্ট অ্যান্ড ক্রাফট এবং সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল, ইংলিশ ফর অল এবং নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, আর্ট অ্যান্ড ক্রাফ্‌ট। কোর্সের জন্য ৩ হাজার টাকা থেকে ১১,০০০ টাকা ফি হিসাবে দিতে হতে পারে।

University of Kalyani.

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কল্যাণী বিশ্ববিদ্যালয়:

নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে পর্যটন শিল্প, অ্যানিমেশন ও ডিজ়াইন, সেরামিক ডিজ়াইন, ওয়াটার অ্যান্ড সয়েল কোয়ালিটি মনিটরিং অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয় এবং বই-জার্নালের ত্রুটি সংশোধন এবং সম্পাদনার মতো একাধিক বিষয় শেখানো হয়ে থাকে। স্নাতকস্তরের পড়ুয়ারা অনলাইনে কিংবা অফলাইনে উল্লিখিত বিষয়গুলির ক্লাস করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের এক হাজার টাকা থেকে ১০ হাজার টাকা ফি হিসাবে ধার্য করা হয়ে থাকে।

তবে, নিয়মিত ভাবে না হলেও কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফেও লোকসংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তিনির্ভর বিষয়ে একাধিক কোর্স করানো হয়ে থাকে। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস করার সুযোগও পাবেন আগ্রহীরা।

certificate courses 2025 kalyani university vidyasagar university Jadavpur University Kanyashree University
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy