চা চাষ এবং উৎপাদনের কৌশল সংক্রান্ত বিষয় নিয়ে এই রাজ্যেই পড়ার সুযোগ রয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের টি সায়েন্স বিভাগের তরফে ওই বিষয়টি শেখানো হবে। চা চাষ সম্পূর্ণ হলে বাজারে তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পর্কিত বিষয়গুলিও পড়ানো হবে। মোট আসনসংখ্যা ৪৯।
এক বছরের ওই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা তথা প্রফেশনাল কোর্সটিতে দু’টি সেমেস্টার থাকছে। ৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। কোর্স সম্পূর্ণ হওয়ার পর ডিজ়ার্টেশন জমা দিতে হবে। নিয়মিত ক্লাসের সঙ্গে বিভিন্ন চা বাগানে গিয়ে হাতেকলমে কাজ শেখার সুযোগ থাকবে। ডিপ্লোমা সম্পূর্ণ হওয়ার পর উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান বা তার অধীনস্থ সংস্থায় চাকরি পাওয়ার বিষয়েও বিশ্ববিদ্যালয়ের তরফে সাহায্য করা হবে।
আরও পড়ুন:
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা ওই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। কোর্স ফি ৩০ হাজার টাকা। প্রবেশিকার মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করা হবে। ১৬ ডিসেম্বর ওই পরীক্ষা নেওয়া হতে পারে।
আগ্রহীদের আবেদন অফলাইনে গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে আবেদনপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনের জন্য ২০০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর।