স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করার পর পিএইচডি করার সুযোগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, অরুণাচল প্রদেশ-এর আটটি বিভাগে আগ্রহীরা আবেদন করতে পারবেন। আংশিক কিংবা সম্পূর্ণ পাঠ্যক্রমের অধীনে পিএইচডি করার সুযোগ থাকছে।
সিভিল, কেমিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারি, বায়োটেকনোলজি, বেসিক অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যানিটিজ বিষয়ে পিএইচডি করার সুযোগ থাকছে।
আরও পড়ুন:
ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা, বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদনের সুযোগ পাবেন। যাঁরা পূর্ণ সময়ের কোর্সের ভর্তি হবেন, তাঁরা ফেলোশিপ পাবেন। আংশিক সময়ের পিএইচডি-র ক্ষেত্রে এই সুযোগ থাকছে না।
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনমূল্য হিসাবে ৩০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ৩০ নভেম্বর। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ১৫ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে।