উত্তর ২৪ পরগনার হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের সুযোগ। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, ২০২৫-’২৭ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। এর জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু ৮ অগস্ট।
বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ থেকে স্নাতকোত্তরের সুযোগ রয়েছে। মোট চারটি বিষয়ের মধ্যে রয়েছে, বাংলা, এডুকেশন, ইতিহাস এবং জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন। দু’বছরের স্নাতকোত্তরের কোর্সগুলি মোট চারটি সেমেস্টারে বিভক্ত। বিষয়ের ভিত্তিতে সেমেস্টার পিছু খরচ ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪,৮০০ টাকা।
আরও পড়ুন:
বাংলায় স্নাতকোত্তরের জন্য পড়ুয়াদের বাংলা অনার্স নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তরের জন্য আবেদন করতে পারবেন যে কোনও বিষয়ে স্নাতকরা। বাকি বিষয়ের জন্যও প্রয়োজন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা। জার্নালিজ়ম ও মাস কমিউনিকেশন ছাড়া, বাকি বিষয়ে আবেদনের জন্য আবেদনকারীদের ২০২২-’২৪ সালের মধ্যে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
আগ্রহীদের এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। আগামী ২০ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর প্রতি বিষয়ে মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।