Advertisement
E-Paper

সমাজ সচেতন মনোভাবকে পেশাগত কাজে লাগাতে চান! জেনে নিন পড়াশোনা থেকে চাকরির নানা দিক

কর্মক্ষেত্রে প্রবেশের আগে পড়াশোনার পাশাপাশি পড়ুয়ারা বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করে প্রশিক্ষণ নিতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

‘মানুষের মানুষের জন্য, জীবনের জীবনের জন্য...’ শুধু গানের কথা নয়। বাস্তবেও অনেকে এই ভাবনাকে বাস্তবায়িত করতে চান। শুধু ব্যক্তিগত উদ্যোগে নয়, প্রথাগত বিষয়ের বাইরে বৃহত্তর সমাজের কল্যাণের স্বার্থে বেছে নেন সমাজসেবার (সোশ্যাল ওয়ার্ক) মতো বিষয়কে।

সোশ্যাল ওয়ার্ক বিষয়টি কী?

সোশ্যাল ওয়ার্ক বা সমাজসেবা বিষয়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার দিকগুলি যেমন খতিয়ে দেখা হয়, তেমনই এই সমস্যাগুলি সমাধানের মাধ্যমে কী ভাবে ব্যক্তি এবং সমষ্টির কল্যাণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়, তা-ও পড়ানো হয় এই কোর্সে।

সোশ্যাল ওয়ার্কারদের দায়িত্ব

১) সমাজের কোন স্তরের মানুষ কী কী সমস্যায় ভুগছেন, তা চিহ্নিত করা।

২) সমস্যা সমাধানের জন্য সকলকে সচেতন করতে আউটরিচ প্রোগ্রাম বা প্রচার কর্মসূচি গড়ে তোলা।

৩) প্রয়োজন অনুযায়ী সমস্যায় জর্জরিতদের তৎক্ষণাৎ সাহায্য করা।

৪) তাঁদের পুনর্বাসন এবং সামগ্রিক উন্নয়নের জন্য পরিকল্পনা করা।

৫) অন্য সংস্থার সঙ্গে যৌথ ভাবে সচেতনতামূলক কর্মসূচি গড়ে তোলা এবং স্পনসরশিপের ব্যবস্থা করা।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা

আগ্রহীরা দ্বাদশের পরীক্ষার পর স্নাতকস্তরে সোশ্যাল ওয়ার্ক বিষয় নিয়ে পড়তে পারেন। দ্বাদশে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলেই পড়ুয়ারা স্নাতকে (বিএসডব্লিউ) ভর্তির সুযোগ পেতে পারেন। তবে বিভিন্ন কলেজে ভর্তির ক্ষেত্রে তাদের তরফে প্রবেশিকা পরীক্ষারও আয়োজন করা হয়। স্নাতকের পর পড়ুয়ারা স্নাতকোত্তরও (এমএসডব্লিউ) করতে পারেন সংশ্লিষ্ট বিষয়ে। সে ক্ষেত্রে স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।

দেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে?

১) টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস, মুম্বই।

২) জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, নয়া দিল্লি।

৩) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

৪) ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়, বেঙ্গালুরু।

৫) মাদ্রাজ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, চেন্নাই।

ইন্টার্নশিপ

কর্মক্ষেত্রে প্রবেশের আগে পড়াশোনার পাশাপাশি পড়ুয়ারা বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এর ফলে তাত্ত্বিক জ্ঞানের বাইরে বাস্তবে সোশ্যাল ওয়ার্কাররা কী ভাবে বা কেমন ধরনের কাজ করেন, সে সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে।

কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে?

১) সরকারি ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, দফতর থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন সোশ্যাল ওয়ার্কাররা।

২) বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় সব সময়ই প্রয়োজন হয় সমাজকর্মীর। তাই সেখানেও রয়েছে কাজের সুযোগ।

৩) বেসরকারি সংস্থাগুলিতেও কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, হিউম্যান রিসোর্স অথবা কমিউনিটি আউটরিচের কাজ করতে পারেন সমাজকর্মীরা।

বেতনকাঠামো

যে কোনও সংস্থাতে সমাজকর্মীদের বেতনকাঠামো প্রতি বছর ন্যূনতম ৩ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Social worker Career after 12th career after graduation Social Worker Career
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy