পরীক্ষা পর্ব শেষ। সিদ্ধান্ত অনুযায়ী মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করল এসএসসি। উত্তরপত্র নিয়ে কোনও দ্বন্দ্ব থাকলে চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা।
নবম দশমের মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছে মঙ্গলবার রাতে। আগামী ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রশ্ন চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা নিজের উত্তর যাচাই করে চ্যালেঞ্জ করার জন্য সুযোগ পাবেন পাঁচ দিন। তার পর বিশেষজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে।
আরও পড়ুন:
নবম দশম শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড করা হলেও, পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করতে পারবে ২০ সেপ্টেম্বর থেকে। ঐদিন একাদশ ও দ্বাদশ শ্রেণির মডেল উত্তরপত্র আপলোড করা হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। মতামত বা চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীদের প্রতি প্রশ্ন পিছু দিতে হবে ১০০ টাকা করে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ হিসেবে তাঁদের মতামত বা চ্যালেঞ্জ সঠিক হলে সংশ্লিষ্ট জমা করার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।
মোট ১১টি বিষয়ে পরীক্ষা নিয়েছিল গত ৭ই সেপ্টেম্বর এসএসসি। উত্তরপত্র আপলোডের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, উৎসব পর্ব মিটলেই অক্টোবরের শেষে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। যাঁরা পাশ করবেন তাঁরা কত নম্বর পেলেন, তার বিস্তারিত তথ্য দেওয়া থাকবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।
আরও পড়ুন:
শিক্ষকতা পূর্ব অভিজ্ঞতা থাকলে পরীক্ষার্থীদের যে ১০ নম্বর দেওয়ার কথা, তা যোগ হবে ইন্টারভিউয়ের আগেই। দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় নবম-দশমের ক্ষেত্রে আবেদন করেছিলেন ৩ লক্ষ ১৯৬১ জন। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩১৫২ জন। তাঁদের মধ্যে বিশেষ ভাবে সক্ষম ছিলেন ৩৬৫৮ জন।
একাদশ-দ্বাদশের ক্ষেত্রে পরীক্ষায় আবেদন করেছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তাঁদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী ৩১২০ জন। ভিন্ রাজ্যের পরীক্ষার্থী ৩১ হাজার ৩৬২ নবম-দশমে এবং একাদশ-দ্বাদশের ক্ষেত্রে তা ১৩ হাজার ৫১৭।