কৃষিকাজে ব্যবসায়িক কৌশল প্রয়োগের খুঁটিনাটি শেখার সুযোগ। এই বিষয়টি ম্যানেজমেন্ট শাখার অধীনে শিখে নিতে পারবেন স্নাতকেরা। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ ন্যাশনাল অ্যাকাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট বিশেষ বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ দেবে।
কৃষিবিজ্ঞান, উদ্যানবিদ্যা, ডেয়ারি সায়েন্স, ফুড টেকনোলজি কিংবা সমতুল বিষয় স্নাতকেরা ওই বিষয়টি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ পাবেন। তাঁদের ২০২৫-এর কমন এন্ট্রানস্ টেস্ট (ক্যাট) কিংবা ২০২৬-এর কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট (সিম্যাট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনও বিষয়ে প্রবন্ধ লেখার দক্ষতা থাকা প্রয়োজন। তাঁর ওই দক্ষতা অ্যানাটিক্যাল রাইটিং স্কিল টেস্ট-এর মাধ্যমে যাচাই করা হবে। এ ছাড়াও গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ নেবে ন্যাশনাল অ্যাকাডেমি অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট।
পাশাপাশি, প্রার্থীদের কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় ছ’মাস থেকে ১৩ মাসের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে ভর্তি হওয়ার বিষয়ে অগ্রাধিকার মিলবে। মোট ৬৬ টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। আবেদনমূল্য ১,০০০ টাকা। আবেদনের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি।