বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য গবেষণার কাজের সুযোগ দেবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। কেন্দ্রের একটি প্রকল্পে নির্দিষ্ট মেয়াদে গবেষক নিয়োগ করা হবে। এ জন্য পড়ুয়াদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ জোগান দেবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)।
প্রকল্পে দু’জন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর। তাঁদের সাম্মানিক হবে মাসে ৪৮,১০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, প্রার্থীদের মেটালার্জি, মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস, মেটিরিয়ালস সায়েন্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। যাঁদের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত বা মেটিরিয়াল সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। উত্তীর্ণ হতে হবে গেট বা নেট-এও।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।