কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এখনও কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তরের (এমসিএ) সুযোগ রয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমন জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আসন খালি থাকায় বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
প্রতি বছরই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-র তরফে রাজ্য স্তরে আয়োজন করা হয় জেকা (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর এমসিএ)-র। গত বছর পরীক্ষা হয়েছিল ১৯ অক্টোবর। পরীক্ষার ফল ঘোষণা করা হয় ১৭ নভেম্বর। এর পরে ৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল কাউন্সেলিং। কেন্দ্রীভূত কাউন্সেলিং প্রক্রিয়ার শেষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আসন পূরণ না হওয়ায় বিকেন্দ্রীভূত প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন:
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউনিসেফ-এর একটি কোর্সে কর্মী প্রয়োজন, কোন কোন পদে আবেদনের সুযোগ?
-
কল্যাণীর এমস-এ শিক্ষকতার সুযোগ, কোন কোন বিভাগের জন্য আবেদন গ্রহণ করা হবে?
-
দেশের বিভিন্ন রাজ্যে কর্মীর খোঁজ করছে আইআরসিটিসি, প্রয়োজন ৪৩ জন হসপিটালিটি মনিটর
-
পঠনপাঠন শেষে আইনজীবী হিসাবে কাজ শুরু করা যাবে দ্রুত! কী ভাবে? জানিয়েছে বার কাউন্সিল
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সে শূন্য আসনের সংখ্যা ১১। শূন্য আসনে পড়ুয়াদের গত বছরে জেকা-র র্যাঙ্কের উপর নির্ভর করেই ভর্তি নেওয়া হবে।
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠানের বিই, বিটেক বা বিসিএ-তে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। পাঠক্রমে অন্যতম বিষয় হতে হবে গণিত। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে জানানো হয়েছে।
আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টা থেকে স্পট কাউন্সেলিংয়ের আয়োজন করা হবে। পড়ুয়াদের সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। কোর্স ফি বাবদ জমা দিতে হবে ২৩, ৫১০ টাকা।