স্নাতকোত্তর পর্বে ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়ে ভর্তি হওয়ার জন্য গেট পাশ করতেই হবে। চলতি বছর ২৫ অগস্টের পরিবর্তে ২৮ অগস্ট রেজিস্ট্রেশনের পোর্টাল চালু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি। আগ্রহীরা ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন।
সর্বভারতীয় স্তরে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হিসাবে পরিচিত এই পরীক্ষাটি প্রতি বছর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) কিংবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) প্রতিষ্ঠানের তরফে আয়োজন করা হয়ে থাকে। ২০২৬ থেকে মোট ৩০টি বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীরা সর্বাধিক দু’টি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। তবে, দু’টি বিষয়ের পরীক্ষা দিতে চাইলেও একবারই তার আবেদন জমা দেওয়া যাবে।
আরও পড়ুন:
কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ইংরেজি ভাষায় প্রশ্ন থাকবে, তিন ঘণ্টার মধ্যে সম্পূর্ণ হবে পরীক্ষা। ১০০ নম্বরের পরীক্ষায় নৈব্যক্তিক বা ‘অবজেক্টিভ’ প্রশ্নই করা হবে। সঠিক উত্তরের জন্য সর্বাধিক দু’নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকছে।
রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হলেও পরীক্ষা সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। ২০২৬-এর ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি-ই পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর ২টো ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
আগ্রহীরা আইআইটি গুয়াহাটির ওয়েবসাইট (gate2026.iitg.ac.in)-এ পরীক্ষার আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্য বাবদ অসংরক্ষিতদের ২,০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ১,০০০ টাকা করে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার পরে ‘লেট ফাইন’-সহ আবেদন করা যাবে। সে ক্ষেত্রে অসংরক্ষিতদের ২,৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ১,৫০০ টাকা জমা দিতে হবে।