Advertisement
E-Paper

ট্রেনি নার্স প্রয়োজন ইস্কো স্টিল প্লান্টে, কোন শর্তে আবেদনের সুযোগ পাবেন দ্বাদশ উত্তীর্ণেরা?

মোট ৩৯টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ইসকো স্টিল প্লান্ট। নিযুক্তদের বার্নপুরের মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়োগ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১২:০৭
ISCO Steel Plant has published a recruitment notification for Nurses and Allied Healthcare Professionals.

নার্স এবং অ্যালায়েড হেল্থকেয়ার প্রফেশনালদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসকো স্টিল প্লান্ট। ছবি: সংগৃহীত।

বার্নপুরের মাল্টিস্পেশালিটি হাসপাতালে কর্মখালি। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসকো স্টিল প্লান্ট। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৯টি শূন্যপদে নার্স এবং অ্যালায়েড হেল্থকেয়ার প্রফেশনালদের নিয়োগ করা হবে।

কোন কোন পদে কর্মখালি?

নার্স, ডায়লাসিস টেকনিশিয়ান, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, ভ্যাক্সিনেটর, ফ্লেবোটমিস্ট, অপটমেট্রিস্ট, পালমোনারি ফাংশান টেস্ট টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, ইসিজি টেকনিশিয়ান, এক্স-রে টেকনিশিয়ান, ড্রেসার এবং অপারেশন থিয়েটর টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

  • উল্লিখিত পদে দ্বাদশ উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন। তবে, তাঁদের অ্যালায়েড হেল্থকেয়ার বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা থাকতে হবে।
  • নার্স পদের ক্ষেত্রে দ্বাদশ উত্তীর্ণদের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফেরি কোর্স (জিএনএম) সম্পূর্ণ করে আসে হবে। ওই কোর্সটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাওয়া প্রয়োজন।
  • সমস্ত পদের ক্ষেত্রে আবেদনকারীদের পূর্ব অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

চুক্তির মেয়াদ:

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। মোট ১৮ মাস পর্যন্ত ওই মেয়াদ বহাল থাকবে।

ভাতা:

প্রতি মাসে নিযুক্তেরা ১০ হাজার টাকা থেকে শুরু করে ১৭ হাজার ৯৮০ টাকা ভাতা হিসাবে পাবেন। এ ছাড়াও অতিরিক্ত পারিশ্রমিক হিসাবে ৭ হাজার ২০ টাকা বরাদ্দ করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি:

ইসকো স্টিল প্লান্টের অফিসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। ১৫ এবং ১৬ সেপ্টেম্বর ইন্টারভিউয়ের জন্য আগ্রহীদের সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকা দরকার। তাঁদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে আনতে হবে। ওই ফর্মটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে (sailcareers.com) পাওয়া যাবে।

Steel Authority of India Limited Govt Jobs 2025 Nursing Job Opportunities 2025 Allied Health Sciences
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy