ডেটা সায়েন্স নিয়ে পড়ে কেরিয়ার গড়তে চান? কিংবা কৃত্রিম মেধায় দক্ষতা বৃদ্ধি করার সুযোগ খুঁজছেন? অনলাইনেই ক্লাস করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ। প্রতিষ্ঠানের টেকনোলজি ইনোভেশন হাব আইআইটিএম এর অধীনে পড়ুয়াদের অনলাইন ক্লাস করানো হবে।
তবে, ক্যাম্পাসে দু’দিনের জন্য আসতে হবে। কেউ যদি চাকরির পাশাপাশি এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চান, সেই সুযোগও রয়েছে। হাতেকলমে ক্লাসের সঙ্গে থাকবে সেলফ পেসড লার্নিং-এর ব্যবস্থাও। আইআইটি মাদ্রাজ-এর ফ্যাকাল্টি ছাড়াও বহুজাতিক সংস্থার আধিকারিকেরাও ক্লাস করাবেন।
তবে, কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং নিয়ে পড়াশোনার পাশাপাশি ওই বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের পর কী ভাবে কেরিয়ার গড়া সম্ভব, বা কী ভাবে চাকরির ক্ষেত্রে এই বিষয়টি সাহায্য করতে পারে, সেই তা-ও শেখাবেন আইআইটি মাদ্রাজের অধ্যাপক এবং বিশেষজ্ঞেরা।
আরও পড়ুন:
ফি হিসাবে ৮৫,০৪৪ টাকা ধার্য করা হয়েছে। ক্লাস সম্পূর্ণ হওয়ার পর আইআইটি মাদ্রাজের তরফে শংসাপত্র দেওয়া হবে। তবে, ভর্তি হতে আগ্রহীদের আবেদন যাচাই করার পর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
ক্লাস শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার ক্লাস চলবে। অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন।