কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-তে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পোস্ট-ডক্টরাল ফেলো নেওয়া হবে। প্রতি মাসে ফেলোশিপ দেওয়া হবে ১ লক্ষ আট হাজার ৩৯৩ টাকা। বিশ্বেশ্বরায় ফেলোশিপের অধীনে এই নিয়োগ। ইলেকট্রনিক্স সিস্টেম ডিজ়াইন এবং ম্যানুফ্যাকচারিং-এর উপর যদি কেউ পিএইচডি করে থাকেন, অথবা ইনফরমেশন টেকনোলজি-র কোনও বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি থাকে তা হলে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। তাতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জুলাই। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখতে পারেন।