লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর তরফে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের উচ্চস্তর পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ়নেস সাস্টেনেবিলিটি, কমিউনিকেশন, মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট-সহ আরও বিষয়ে পিএইচডির সুযোগ রয়েছে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। যদি ৭৫ শতাংশ নম্বর-সহ স্নাতক উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। লিখিত পরীক্ষা (কমন অ্যাডমিশন টেস্ট) প্রথমে উত্তীর্ণ হতে হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ হবে। সেখানে উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। প্রার্থীর বয়স ৫৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
লখনউয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ ফেব্রুয়ারি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।