মহাকাশ গবেষণায় থার্মাল সায়েন্স চর্চায় নতুন কেন্দ্র শুরু হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই কেন্দ্রে গবেষণা এবং প্রশিক্ষণের কাজে সহযোগিতা করবে ইসরো।
আইআইটি মাদ্রাজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘শ্রী এস. রামকৃষ্ণান সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ’ গবেষণা কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। তিনি জানিয়েছেন, একটা সময় নাকচ হয়ে যাওয়া ক্রায়োজেনিক ইঞ্জিনের প্রযুক্তি বর্তমানে বিশ্বের দরবার সমাদৃত। এই বিশেষ প্রযুক্তকে হাতিয়ার করে মহাকাশের রহস্য ভেদে ভারত অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে।

বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ। ছবি: আইআইটি মাদ্রাজের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।
উল্লেখ্য, পিএসএলভি, জিএসএলভি এমকে৩ শীর্ষক প্রজেক্ট ডিরেক্টর হিসাবে এস. রামকৃষ্ণান আইআইটি মাদ্রাজের প্রাক্তনীও। ইসরোর চেয়ারম্যানের মতে, তিনি ‘টেকনোক্র্যাট’ হওয়ার পাশাপাশি, দারুণ ম্যানেজারও ছিলেন। তাঁর অবদান মহাকাশ গবেষণা চর্চায় পরবর্তী প্রজন্মকে পথ দেখিয়েছে।
আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটি জানিয়েছেন, মহাকাশের রহস্যভেদে প্রযুক্তির উন্নতি আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাই থার্মাল এবং কুলিং টেকনোলজি নিয়ে বিশেষ চর্চা এবং গবেষণা প্রয়োজন। তাঁর আশা, ইসরো এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় সংশ্লিষ্ট বিষয়ে কাজে অগ্রগতি আসবে।
সংশ্লিষ্ট গবেষণা কেন্দ্র থেকে স্পেসক্রাফ্ট অ্যান্ড লঞ্চ ভেহিক্যাল থার্মাল ম্যানেজমেন্ট, কুলিং সিস্টেমস নিয়ে নিউমেরিক্যাল স্টাডিজ় নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে পঠনপাঠনের সঙ্গে বিশেষজ্ঞরা হাতে কলমে প্রশিক্ষণও দেবেন।