ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) দেশ জুড়ে কর্মী নিয়োগ করবে। গ্রুপ-এ, গ্রুপ-বি এবং গ্রুপ-সি-র নানা পদমর্যাদার জন্য সংস্থায় কর্মী প্রয়োজন। সংস্থার অধীনস্থ বিভিন্ন সেন্টার বা প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন তাঁরা। চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
এনসিইআরটি-র তরফে সুপারিন্টেডিং ইঞ্জিনিয়ার, প্রোডাকশন অফিসার, বিজ়নেস ম্যানেজার, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টোর অফিসার, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, অডিয়ো রেডিয়ো প্রোডিউসর, টিভি প্রোডিউসর, গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট-সহ নানা পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা ১৭৩। নিযুক্তদের কলকাতা, আমদাবাদ, বেঙ্গালুরু, গুয়াহাটি, ভুবনেশ্বর-সহ অন্য শহরে সংস্থার কার্যালয়ে পোস্টিং দেওয়া হবে।
পদ অনুযায়ী, আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ২৭, ৩০, ৩৫, ৪০, ৫০ অথবা ৭০ বছর। পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন কাঠামো হবে ন্যূনতম ৫,২০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা।
আরও পড়ুন:
কিছু পদে আবেদনের জন্য দশম বা দ্বাদশোত্তীর্ণ হতে হবে। আবার বাকি পদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। আবেদনের শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সিবিটি বা অনলাইন পরীক্ষা, স্কিল টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। যার দিনক্ষণ এখনও জানানো হয়নি।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। প্রার্থীরা যে গ্রুপের কোন পদে আবেদন জানাতে ইচ্ছুক, তার ভিত্তিতে আবেদনমূল্যের পরিমাণ হবে ১০০০, ১২০০ বা ১৫০০ টাকা। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আগামী ১৬ জানুয়ারি আবেদনের শেষ দিন।