গবেষক নিয়োগ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে গবেষণার কাজ হবে। এ জন্য অর্থ সাহায্য করবে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পড়ুয়াদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগে গবেষণার কাজ হবে। গবেষণার কাজের জন্য অর্থ সাহায্য করবে সিঙ্গাপুরের নানয়িয়াং টেকনোজিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিয়েন এনভায়রনমেন্টাল ফেলোশিপ।
প্রকল্পের জন্য একজন সোশ্যাল সার্ভেয়ার নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে প্রাথমিক ভাবে তিন মাস। এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে মাসে ৫০০০ টাকা।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হলে প্রকল্পে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। এ ছাড়া, ভূগোলে স্নাতকোত্তর হতে হবে। এ ছাড়াও রয়েছে যোগ্যতার অন্য মাপকাঠি, যা মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।
আগামী ১০ নভেম্বর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ জন্য প্রার্থীদের আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
এমস কল্যাণীতে গবেষক প্রয়োজন, প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় সংস্থা
-
গণজ্ঞাপনে পিজি ডিপ্লোমা করবেন! যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া, আবেদন কী ভাবে?
-
ব্যাঙ্কের কর্মী ঘাটতি মেটাতে শূন্যপদ বাড়াল আইবিপিএস, পশ্চিমবঙ্গেও বাড়ল সুযোগ
-
দশম ও দ্বাদশের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করল সিবিএসই, কত দিন চলবে পরীক্ষা?