Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৩
JU Admission 2023

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স পড়াবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কোর্সের মেয়াদ ছ’ মাস

সপ্তাহে ২দিন ক্লাস হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত। শনিবার সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ক্লাস হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ১৮:০৬
Share: Save:

সাম্প্রতিক সময়ে প্রায় সব কিছুই তথ্য ও প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। তার ফলে, বেশ কিছু বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স) এবং ডেটা সায়েন্স বিষয়ের উপর পড়াশোনার আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমেও যোগ হয়েছে এই ২টি বিষয়। এমনকি এই বছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বহু পড়ুয়া ভবিষ্যতে এই ২টি বিষয়ে নিয়ে পড়ার আগ্রহও দেখিয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় দিচ্ছে সেই সমস্ত পড়ুয়াকে বিশেষ কোর্সের সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স বিষয়ে সার্টিফিকেট কোর্সে ভর্তি হওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোপ্রসেসরের অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ (সিএমএটিইআর) তরফে এই কোর্স করানো হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক বিষয়, ডেটা সায়েন্সের ভূমিকা, পাইথন প্রোগ্রামিং, মেশিন লার্নিং অ্যান্ড আপ্লিকেশন-এ ছাড়াও আরও বিভিন্ন বিষয়ে পড়ানো হবে এই কোর্সে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

কোর্সর মেয়াদ ৬ মাস। ২০ হাজার টাকা লাগবে এই বিশেষ সার্টিফিকেট কোর্স পড়ার জন্য। সপ্তাহে ২দিন ক্লাস হবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত। শনিবার সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ক্লাস হবে। ১৬ জুন থেকে শুরু হবে। ভর্তির জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE