ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষ কোর্স নিয়ে হাজির যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভান্সড ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রথম রাউন্ডে পড়ুয়া ভর্তি নেওয়ার পর দ্বিতীয় রাউন্ডে আবার নতুন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহীদের আবেদন জানাতে হবে অফলাইনে।
শিল্প নিরাপত্তা এবং পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে সজাগ করতে বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাই তাদের তরফে পড়ানো হবে ‘ইন্ডাস্ট্রিয়াল সেফটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট’ সংক্রান্ত এই কোর্স।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কোর্সে সেফটি ইঞ্জিনিয়ারিং, মূল্যায়ন, বিশ্লেষণ, পরিদর্শন এবং নিয়ন্ত্রণ পদ্ধতি, দূষণের উৎস এবং পরিমাপ, ফায়ার ইঞ্জিনিয়ারিং এবং বিস্ফোরণ নিয়ন্ত্রণ-সহ আরও বিষয়ে পড়ানো হবে। মূলত, শিল্প নিরাপত্তা এবং পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে পেশাদারি জ্ঞান অর্জনের জন্যই এই ধরনের কোর্স পড়ানো হবে প্রতিষ্ঠানের তরফে। কোর্স আয়োজনের দায়িত্বে যৌথ ভাবে রয়েছে বিশ্ববিদ্যালয় স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ় এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
কোর্সের বিষয়বস্তু পড়ানো হবে তিনটি সেমেস্টারে ভাগ করে। থিয়োরি ক্লাসের পাশাপাশি প্র্যাক্টিক্যাল ক্লাসও থাকবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ পর্যন্ত হবে ক্লাস। কোর্স মূল্য ৫০ হাজার টাকা। এর উপর জিএসটি দিতে হবে। সম্পূর্ণ টাকাই ভর্তির সময় জমা দিতে হবে।
আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে দশম শ্রেণির পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পেশাগত যোগ্যতা থাকলে দেওয়া হবে অগ্রাধিকার। বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও লিখিত পরীক্ষার আবেদন করা হবে না।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ নানা নথি উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখতে পারেন।