যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে নানা বিষয়ে নিয়ে পড়ার সুযোগ। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। এই মর্মে সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। গবেষণা করতে পারবেন বাংলা,ইংরেজি, তুলনামূলক সাহিত্য, এডুকেশন, আন্তর্জাতিক সম্পর্ক, দর্শন, সমাজবিদ্যা, অর্থনীতি,ফিজ়িক্যাল এডুকেশন-এর নানা দিক নিয়ে। বিভিন্ন বিষয়ে মোট আসনসংখ্যা ৮৫।
বিভিন্ন বিষয়ে পিএইচডি-তে আবেদনের জন্য যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
আরও পড়ুন:
-
অনলাইনেও করা যাবে এমবিএ, পেশাদারদের জন্য কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে আইআইএম রাঁচি
-
একাধিক পদমর্যাদায় গবেষক প্রয়োজন এমস কল্যাণী-তে, সাম্মানিক সর্বাধিক ৫৬ হাজার টাকা
-
ক্ল্যাট-এ বিশেষ ভাবে সক্ষমদের জন্য কার্যকর হবে পুরনো বিধিই, কী জানিয়েছে এনএলইউ?
-
আইআইটি খড়্গপুরের মেডিক্যাল গবেষণা কেন্দ্রে অধ্যাপক ও ডিন প্রয়োজন, শূন্যপদ ক’টি?
সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে নেট, সেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় ছাড় মিলবে পড়ুয়াদের। তাঁদের শুধুমাত্র ইন্টারভিউ দিতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনমূল্য বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। এর পর বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি পূরণ করে বিশ্ববিদ্যালয় গিয়ে জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ১৬ ডিসেম্বর। অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে ১৭ ডিসেম্বরের মধ্যে।