মেয়েদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে উদ্যোগী রাজ্যের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। কলেজ স্তরের পাঠ শেষের পর কী ভাবে পেশামুখী হতে পারবেন তা-ই হাতে কলমে শেখাতে চলেছে এই প্রতিষ্ঠান। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে তারা।
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, স্নাতক যোগ্যতা থাকলে দক্ষতা উন্নয়নসূচক নানা কোর্স করতে পারবেন পড়ুয়ারা। যেখানে ইংরেজিতে সহজ ভাবে কথোপকথন, সংস্কৃতে কথা বলা, স্প্যানিশ ভাষা-সহ আরও বেশ কিছু বিষয়ের উপর জোর দেওয়া হবে। পাশাপাশি যদি কোনও পড়ুয়া ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) দেওয়ার কথা ভেবে থাকেন, তিনিও প্রস্তুতি নিতে পারবেন।
দু’টি সার্টিফিকেট করানো হবে। নেট/ সেট-এর জন্য কোচিং এবং স্কিল ডেভেলপমেন্ট-এর বিভিন্ন বিষয় পড়ানো হবে। দু’টি কোর্সের ক্লাসই হবে অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমে। দু’টি কোর্সই সন্ধ্যাবেলা করে হবে। নেট/ সেট-এর প্রস্তুতির কোচিংয়ে পরীক্ষার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র (বিষয়ভিত্তিক)-এর জন্য পড়ুয়াদের প্রস্তুত করা হবে। আবেদন করতে পারবেন যে কোনও স্নাতক-উত্তীর্ণ ব্যক্তি। বর্তমানে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে পাঠরত বা প্রাক্তনীও যোগ দিতে পারেন। প্রস্তুতির ক্লাস হবে সপ্তাহে প্রতি শনি এবং রবিবার। কোর্স ফি ১,১০০ টাকা।
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলি করানো হবে কমিউনিকেটিভ ইংলিশ, স্পোকেন সংস্কৃত, স্প্যানিশ (ইন্ট্রোডাক্টরি লেভেল), ফোকলোর অ্যান্ড ট্রাইবাল লোর স্টাডিজ় এবং হেলথ অ্যান্ড কাউন্সেলিং সার্ভিস বিষয়ের উপর। বিভিন্ন কোর্সের জন্য বরাদ্দ ফি ২,১০০-৩,৬০০ টাকা।
আবেদনের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.kanyashreeuniversity.ac.in) গিয়ে হোমপেজ থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। সেখানেই ভর্তি এবং এই বিষয়ের বিস্তারিত তথ্য জানতে পারবেন আগ্রহীরা। ২০ অগস্ট আবেদন প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন।